adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিফা বিশ্বকাপে স্বাগতিক হয়েছে ১৬ দেশ, শিরোপা জিতেছে মাত্র ৬ দেশ

স্পোর্টস ডেস্ক: আসরের স্বাগতিক হলেই নাকি পাওয়া যায় আলাদা সুবিধা। রেফারি থেকে ম্যানেজমেন্ট থাকে নিজেদের পকেটে, তাই চাইলেই বদলে ফেলা যায় সিদ্ধান্তগুলো। তাই লোকে বলে, কমিটির টিম মানেই চ্যাম্পিয়ন। কিন্তু ফিফার আসরগুলোতে এ নজির বেশ কম। বিশ্বকাপের ইতিহাসে মাত্র ৬ বার শিরোপা উৎসব করতে পেরেছে স্বাগতিক দলেরা।

বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে সব সময়ই চলে নানামুখী ধরপাকড়। মহাদেশগুলোর ভোট পেতে চলে অজ¯্র হিসেব-নিকাশ। অনেকেই মনে করেন, স্বাগতিক হলেই হয়তো মিলবে বাড়তি সুবিধা। আয়োজকের তকমা লাগিয়ে জেতা যাবে সোনালি ট্রফিটা। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত হওয়া ২১ আসরে ১৬ দেশ স্বাগতিক হলেও শিরোপা ছুঁয়ে দেখতে পেরেছে মাত্র ৬টি দেশ।

প্রথম দুই বিশ্বকাপের শিরোপাই গেছে স্বাগতিকদের দখলে। ৯২ বছর আগে উরুগুয়ে যে প্রথা শুরু করেছিলো, তার ধারাবাহিকতা ছিলো ৪ বছর পরের আসরেও। জুলে রিমে ট্রফি প্রথমবার উঁচিয়ে তুলেন উরুগুইয়ানরা। গ্রুপ পর্বে পেরুকে ১-০, রোমানিয়াকে ৪-০ গোলে হারিয়ে সেমিতে পা রাখে তারা। পরে যুগোস্লাভিয়াকে ৬-১ উড়িয়ে ফাইনালে পৌঁছায় তারা। সেখানে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতে লে সেলেস্তারা।

দ্বিতীয় আসরের শিরোপা জেতে ইতালি। এ আসরে প্রথমবারের মতো বাছাইপর্ব খেলতে হয় দলগুলোকে। তবে, বিশ্বকাপের এ আসর বর্জন করেছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে। টাইব্রেক না থাকায় সে সময় দুইবার কোয়ার্টার ফাইনাল খেলে আজ্জুরিরা। সে ম্যাচে স্পেনকে হারায় তারা। পরে ফাইনালে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে শিরোপা জেতে ইতালি।
৩৪ এর পর কেটে যায় দুই যুগ। আবারো স্বাগতিক দলের হাতে শিরোপা উঠে ১৯৬৬ সালে। বিশ্বকাপের আগে ট্রফি হারিয়ে যাওয়ার খবর আসলেও পরে তা উদ্ধার করে নিজেদের সম্মান বাঁচান বৃটিশরা। পরে খেলার মাঠেও ছিলো তাদের আধিপত্য। ফ্রান্স, আর্জেন্টিনা, পর্তুগাল, পশ্চিম জার্মানির মতো দলগুলোকে হারিয়ে জুলে রিমে ট্রফি জিতে নেয় তারা।

১৯৭৪ এ আবারো ঘরের দর্শকদের জন্য আনন্দের মুহূর্ত নিয়ে আসেন পশ্চিম জার্মানের ফুটবলাররা। প্রথম ফিফা বিশ্বকাপের বিজয়ী তারা। গ্রুপ পর্বে চিলি, অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেও, তারা হেরে যায় পূর্ণ জার্মানির কাছে। পরের রাউন্ডে তারা জয় পায় যুগোস্লাভিয়া, পোল্যান্ড এবং সুইডেনের বিপক্ষে। আর ফাইনালে তারা হারায় নেদারল্যান্ডসকে।

চার বছর বাদে নতুন চ্যাম্পিয়ন পায় বিশ্ব ফুটবল। ১৯৭৮ এ ফিফা ট্রফি যায় আর্জেন্টিনার ঘরে। নানা বিতর্কের পর শুরু হওয়া আসরে হাঙ্গেরি এবং ফ্রান্সকে হারিয়ে শুভ সূচনা করে আলবিসেলেস্তারা। ইতালির কাছে হারলেও নক আউটে উঠতে সমস্যা হয়নি তাদের। পরে ব্রাজিল, পোল্যান্ড, পেরুর পর ডাচদের হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা।

আধুনিক ফুটবলে শেষবার স্বাগতিক দেশ বিশ্বকাপ জেতে ১৯৯৮ সালে। ৬০ বছর পর বিশ্বকাপ আয়োজন স্মরনীয় করে রাখে জিনেদিন জিদান বাহিনী। ফাইনালে অপ্রতিরোধ্য ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দেয় লেস ব্লুরা। এরপর আর কখনো কোন স্বাগতিক দলের হাতে ওঠেনি ফিফা বিশ্বকাপ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া