adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হামলা করলাে আওয়ামী লীগ, মামলা হলো বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাজধানীর গোপীবাগ এলাকায় রোববার দুপুরে ধানের শীষের প্রচারণায় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর অফিস থেকে সরকারদলীয় সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতে হামলা ও গুলি চালিয়েছে।

এতে ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনসহ ২০-২৫ নেতাকর্মী এবং সাংবাদিকরা গুরুতর আহত হন।

অথচ পুলিশ মামলা নিল আওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদের। এতে ১৫০ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়। সোমবার পুলিশ উল্টো বিএনপির পাঁচ কর্মীকে ওই মামলায় গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, গোপীবাগে আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত বিএনপি নেতাকর্মীদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গণমাধ্যমে এ খবর ফলাও করে প্রচার হচ্ছে। অথচ পুলিশ উল্টো ১৫০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়েছে।

মেয়রপ্রার্থী ইশরাক ও নেতাকর্মীদের ওপর এ হামলা ভোটের দিন ভোট ডাকাতির পূর্বমহড়া। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এই হামলা করা হয়েছে।

দেশে যে আইনের শাসনের বদলে পুলিশি শাসন চলছে, তা রোববারের হামলা ও মামলায় আবারও প্রমাণিত হলো।

তিনি আরও বলেন, রোববার আওয়ামী সন্ত্রাসীদের কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া