adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণ হলে বাধা দেওয়া হবে না, পিটার হাসকে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রাজধানীতে প্রবেশের রাস্তাঘাট সচল রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে বিএনপিকে কোনও বাধা দেয়া হবে না।

রোববার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। প্রায় আধাঘণ্টা এটি চলে। পরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, রাজধানীতে আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে ঢাকার সব প্রবেশপথ সরকার বন্ধ করবে কিনা, তা জানতে চেয়েছেন পিটার হাস। আমরা তাকে জানিয়েছি, ঢাকায় ঢোকার সব রাস্তাঘাট সচল রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে দলটিকে কোনও বাধা দেয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির কর্মসূচিতে ঢাকা অচল হবে না। জনগণের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। সর্বত্র সর্বোচ্চ নজরদারি চলছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছেন পিটার হাস। তাকে জানিয়েছি, কিছু দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিতে আগ্রহী। পূজা উদযাপনে নিরাপত্তার বিষয়ে জানতে চেয়েছেন তিনি। আমরা বলেছি, শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকার বিষয়েও জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তাকে আমরা জানিয়েছি, এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া জানানো হয়েছে, রাষ্ট্রদূতরা অর্থ খরচ করে নিজেদের নিরাপত্তায় আনসার ও পুলিশ সদস্য রাখতে পারবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া