adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে লোকসভা নির্বাচনে ভোট শুরু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে স্বীকৃত ভারতে সোমবার থেকে লোকসভা নির্বাচন শুরু হয়েছে।নয় দফার এই নির্বাচনে আগামী ১৬ মে পর্যন্ত একটানা ভোট চলবে।এ নির্বাচনে সবমিলিয়ে ভোটারের সংখ্যা হচ্ছে ৮০ কোটি। নির্বাচনে দুর্নীতি এবং মুদ্রাস্ফীতির বিষয় দুটি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।মূল প্রতিদ্বন্দ্বীতা হবে কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তবে স্থানীয় নির্বাচনে দারুন ফল করার পর এবার জাতীয় নির্বাচনেও ভালো লড়াই করার আশা করছে দুর্নীতি বিরোধী দল আম আদমি পার্টি। তবে নির্বাচনী প্রচারণায় সবাইকে ছাড়িয়ে গেছে বিজেপি। এমনকি বিভিন্ন জনমত জরিপগুলোতেও দলটি অনেকখানি এগিয়ে ছিল।এনডিটিভির সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, এবারের নির্বাচনে বিজেপি একাই পেতে পারে ২১৪টি আসন। আর জোটের শরিকদের নিয়ে তারা পেতে পারে ২৫৯ আসন। বিপরীতে কংগ্রেস একা ১০৪ ও জোটসঙ্গী মিলিয়ে ১২৩ আসনে বিজয়ী হতে পারে।২০০৯ সালে ১৫তম  লোকসভা নির্বাচনে কংগ্রেস এককভাবে  পেয়েছিল ২০১টি আসন। প্রধান বিরোধী দল বিজেপি পায় ১১২টি আসন। পরে কয়েকটি আঞ্চলিক দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে কংগ্রেস।সোমবার প্রথমদফায় ভোট হচ্ছে আসামের পাঁচটি ও ত্রিপুরার একটি লোকসভা কেন্দ্রে। আসামের তেজপুর, কালিয়াবোর, ডিব্রুগড় ও লখিমপুরে সোমবার সকাল থেকে ভোট শুরু হয়েছে। এই ৫ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ৫১ এবং মোট ভোটার সংখ্যা ৬৪,৪১,৬৩৪।এবার ভোট বয়কটের ডাক দেয়নি কোনও জঙ্গি সংগঠন। তবে সোমবার জঙ্গি সংগঠন আলফার প্রতিষ্ঠা দিবস হওয়ায় কোনওরকম ঝুঁকি নিয়ে চাইছে না প্রশাসন। কড়া নিরাপত্তা নেয়া হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রগুলিকে।আসামের পাশাপাশি সোমবার ভোট শুরু হয়েছে ত্রিপুরার পশ্চিম কেন্দ্রে। এই  কেন্দ্রে মোট ভোটার হচ্ছে বারো লক্ষ ছেচল্লিশ হাজার ৭৯৪ জন। ভোটগ্রহণ হচ্ছে মোট ১৬০৫টি কেন্দ্রে। 
 
ভারতে নয় দফায় ভোটগ্রহণের তালিকা
 
৭এপ্রিল- ২ রাজ্যের ৬ আসনে ভোট
৯ এপ্রিল- ৫ রাজ্যের ৭ আসনে
১০ এপ্রিল- ১৪ রাজ্যের ৯২ আসনে
১২ এপ্রিল- ৩ রাজ্যের ৫ আসনে
১৭ এপ্রিল- ১৩ রাজ্যের ১৪২ আসনে
২৪ এপ্রিল- ১২ রাজ্যের ১১৭ আসনে
৩০ এপ্রিল – ৯ রাজ্যের ৮৯ আসনে
৭  মে- ৭ রাজ্যের ৬৪ আসনে
১২ মে- ৩ রাজ্যের ৪১ আসনে

ভোটগণনা শুরু- ১৬ মে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া