adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে প্রধান সূচক ৪০, সিএসইতে বেড়েছে ৮৯ পয়েন্ট

DSCডেস্ক রিপাের্ট : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ৬ ফেব্রুয়ারি সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে  সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।  তবে এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ২২ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৮৯ দশমিক ৯৩ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬২২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১৯ কোটি ৪৬ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ২২ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৬৭৭ কোটি ৯৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০১ কোটি ৭৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৭ পয়েন্টে এবং ৯ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৬১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ৭১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সাইফ পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, আরএসআরএম স্টিল, এসিআই ফর্মুলা,  বেক্সিমকো লিমিটেড, ইসলামী ব্যাংক, বারাকা পাওয়ার, জেমিনি সি ফুড এবং ইবনে সিনা।

সিএসই –
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৬ কোটি ৭১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ৫০ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৫ কোটি ২১ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮৯ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪৯ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫৮৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯৬ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৪৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৫৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, অ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, জেমিনি সি ফুড,  লংকা-বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক এবং আরএসআরএম স্টিল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া