adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট ক্যারিয়ারে তামিমের অষ্টম সেঞ্চুরি

tamin_28936_1477641892ক্রীড়া প্রতিবেদক : প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে ক্যারিয়ারের অষ্টম শতক তুলে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল।

স্পিনার মঈন আলীর বলে পরপর দুই বাউন্ডারি মেরে তিনি এ মাইলফলক স্পর্শ করেন।

অবশ্য মঈন আলী পরের ওভারেই রিভিউ নিয়ে এলবিডব্লিউ করে তাকে ফিরিয়েছেন। সাজঘরে ফেরার আগে তামিম ১৪৭ বলে ১০৪ রানের ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন, যাতে রয়েছে ১২টি বাউন্ডারি।

এ নিয়ে ইংলিশদের বিপক্ষে তামিম তৃতীয় শতক পেলেন। আর ১১ ইনিংসের আটটিতে তিনি ফিফটি প্লাস রান করলেন। আর ছয় টেস্টের প্রত্যেকটিতেই অর্ধশতক করলেন।

এরআগে শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রিহম।

অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন ইমরুল কায়েস। ইনিংসের শুরুতে ক্রিস ওকসের বলে পয়েন্টে সহজ ক্যাচ দিয়ে ফেরেন এক রান করে।

এরপরই মুমিনুল হককে নিয়ে ড্যাশিং ‍ওপেনার তামিম ইকবাল প্রতিরোধ গড়ে তোলেন। শুরু থেকেই তিনি ইংলিশ বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন, ৬০ বলে ৭ চারে পূর্ণ করেন অর্ধশতক।

এরপর অবশ্য তামিম টেস্ট মেজাজে ফিরে যান। চট্টগ্রাম টেস্টের ছন্দ ঢাকায় এনে ১৪১ বলে ইংলিশদের বিরুদ্ধে তৃতীয় শতক তুলে নেন।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে তিনি ৭৮ রান করেন। পরের ইনিংসে অবশ্য ৯ রান করে আউট হয়েছিলেন।

ইংল্যান্ডের বিপক্ষে বেশ কয়েকবার সেঞ্চুরির কাছাকাছি গিয়েও কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া হয়নি তামিমের। ২০১০ সালে চট্টগ্রামে ৮৬ এবং মিরপুরে ৮৫ রান করলেও শতক ছিল অধরা, যা শুক্রবার পূর্ণ হল। আটটি শতকের সঙ্গে তামিমের রয়েছে ১৯টি অর্ধশতক।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া