adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যাঞ্চলের বিরুদ্ধে ইনিংস ব্যবধানে জয় পেল উত্তরাঞ্চল

Bangladesh's Naeem Islam plays a shot during the second day of the first cricket test match against West Indies in Dhaka, Bangladesh, Wednesday, Nov. 14, 2012. (AP Photo/A.M. Ahad) স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিসিএল)পঞ্চম রাউন্ডের ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে ইনিংস ও ৮৫ রানে জয় পেয়েছে বিসিবি উত্তরাঞ্চল। এই জয়ের ফলে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সেরা অবস্থানে রয়েছে উত্তরাঞ্চল। আর নয় পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে মধ্যাঞ্চল।
গত ২৬ ফেব্রুয়ারি ম্যাচের প্রথমদিন ব্যাট করতে নামে মধ্যাঞ্চল। প্রথম ইনিংসে ১৮১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় মধ্যাঞ্চল। এরপর উত্তরাঞ্চল তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৫৩৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় উত্তরাঞ্চল।
দলের পক্ষে তিন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। নাঈম ইসলাম ১৪২ রান করে আউট হন। ১২৩ রান সংগ্রহ করে আউট হন নাজমুল হোসেন শান্ত। আর ধীমান ঘোষ করেন ১১৩ রান। তারপর মধ্যাঞ্চল তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ২৭১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়।
সংক্ষিপ্ত স্কোর
ওয়ালটন মধ্যাঞ্চল প্রথম ইনিংস: ১৮১ (৬৩.৫ ওভার)
(সাইফ হাসান ৬৩, আব্দুল মজিদ ১৪, মেহরাব হোসেন জুনিয়র ২৬, মার্শাল আইয়ুব ৯, নুরুল হাসান সোহান ৬, তাইবুর রহমান ৪০*, তানভীর হায়দার ১, শরীফুল্লাহ ৫, মোশাররফ হোসেন ১, মোহাম্মদ শরীফ ৯, শাহাদাৎ হোসেন ০; আলাউদ্দিন বাবু ১/৪১, ফরহাদ রেজা ৩/৪১, সানজামুল ইসলাম ৫/৪৫, নাঈম ইসলাম ১/১৮)
বিসিবি উত্তরাঞ্চল প্রথম ইনিংস: ৫৩৭ (১৩৪.৫ ওভার)
(জহুরুল ইসলাম ৩৫, জুনায়েদ সিদ্দিক ৪১, ফরহাদ হোসেন ৫, সানজামুল ইসলাম ০, নাঈম ইসলাম ১৪২, নাজমুল হোসেন শান্ত ১২৩, নাসির হোসেন ৮, ধীমান ঘোষ ১১৩, ফরহাদ রেজা ২, আলাউদ্দিন বাবু ৫৪, ইয়াসিন আরাফাত ০*; মোহাম্মদ শরীফ ২/১২৫, মোশাররফ হোসেন ৩/১২৫, শাহাদাৎ হোসেন ২/১১১, শরীফুল্লাহ ২/৬৫, তাইবুর রহমান ১/৮০)
ওয়ালটন মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংস: ২৭১ (৭৬ ওভার)
(সাইফ হাসান ৭০, আব্দুল মজিদ ৪৩, মেহরাব হোসেন জুনিয়র ১৪, মার্শাল আইয়ুব ৮, তাইবুর রহমান ৪, নুরুল হাসান সোহান ১৮, তানভীর হায়দার ৫১, শরীফুল্লাহ ২, মোশাররফ হোসেন ৩, মোহাম্মদ শরীফ ৪৫*, শাহাদাৎ হোসেন ৬; আলাউদ্দিন বাবু ৪/৬৭, ফরহাদ রেজা ১/৩২, সানজামুল ইসলাম ৩/১১৪, নাঈম ইসলাম ১/৭, ইয়াসিন আরাফাত ১/২৭)। -ঢাকাটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া