adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে

ডেস্ক রিপাের্ট : চট্টগ্রামে একদিনের ব্যবধানে ফের করোনায় আক্রান্তের সংখ্যা ও সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের বিবেচনায় সংক্রমণের হার ৬ দশমিক ৩১ শতাংশ। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা প্রতিবেদেনে এ তথ্য উঠে এসেছে।

তথ্যমতে, এদিন অ্যান্টিজেন টেস্টসহ সরকারি-বেসরকারি ১৫টি ল্যাবে ২ হাজার ৯৭৮ জনের নমুনা পরীক্ষায় করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে ১৩৯ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন ৪৯ জন।

আক্রান্ত হওয়ার বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সংক্রমণের হার কিছুটা বেড়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সামনে সংক্রমণের হার কমে আসছে।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী ধরা পড়ে। এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৫ হাজার ৫০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সর্বমোট মহানগরে ৯১ হাজার ২৪৬ জন এবং বিভিন্ন উপজেলার রোগীর সংখ্যা ছিল ৩৪ হাজার ২৫৬ জন।

এ ছাড়া মারা যাওয়া ১ হাজার ৩৬০ জনের মধ্যে মহানগরে মারা গেছেন ৭৩৪ জন। একইসঙ্গে উপজেলায় মারা যান ৬২৬ জন।

এর আগের গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০৭ জন। এর মধ্যে মহানগরে ৬৯ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন ৩৮ জন। আক্রান্তের বিবেচনায় সংক্রমণের হার ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। ওই দিন কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া