adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিজভী বললেন – ইলেকশন কমিশন সরকারের অপরাধের সহযোগী

rijvivai_105032নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে ক্ষমতাসীনদের পৈশাচিকতা ও বর্বরোচিত কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে এমন অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই কাজে ইসি সরকারের অপরাধের সহযোগী হিসেবে কাজ করছে।’

৯ মার্চ বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রিজভী আহমেদ।

এসময় তিনি প্রধানমন্ত্রীকে ‘গণতন্ত্র হত্যাকারী’ এবং নির্বাচন কমিশনকে (ইসি) ‘তার সহযোগী’ হিসেবেও উল্লেখ করেন। বলেন,‘গণতন্ত্র হত্যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি এবং ইসিকে কালো তালিকাভুক্ত দ্বিতীয় প্রধান আসামি হিসেবে জনতার আদালতে দাঁড়াতেই হবে।’

ইউপি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে রিজভী আহমেদ বলেন,‘নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর জেলার নাজিরপুর থানার শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তৌহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় থানা ছাত্রদলের নেতা মো. শামসুল হক ছোট্টর ওপর হামলা চালায় সরকার সমর্থকরা। এতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।হামলায় গুরুতর আহত হয়েছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন। বর্তমানে তার অবস্থাও আশঙ্কাজনক।

তিনি অভিযোগ করে বলেন,‘শুধু পিরোজপুর নয়,ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে একইভাবে বিএনপি প্রার্থীদের হুমকি, হামলা, প্রচারণায় বাধা ও নেতাকর্মীদের ওপর নির্যাতন করা হচ্ছে। কিন্তু এতকিছুর পরও ইসি নির্বিকার ও স্থানীয় প্রশাসন নিশ্চুপ।’

ইসির সমালোচনা করে বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকারের গণতন্ত্র হত্যার উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই ইসি তার হীন কর্মকাণ্ডের মধ্য দিয়ে গণতন্ত্রকে আগেই শয্যাশায়ী ও মরণাপন্ন করেছে।দেশজুড়ে ইউপি নির্বাচনী এলাকাগুলোতে জনগণের অংশগ্রহণকে পদদলিত করে যারা সব আত্মসাৎ করে নিচ্ছে, তাদের ছিনতাই করা বিজয়কে বৈধতার সনদ দিচ্ছে এই নির্বাচন কমিশন।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া