adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব অলিম্পিয়ার্ড দাবায় বাংলাদেশের জয়

নিজস্ব প্রতিবেদক : নরওয়ের ট্রমসে ৪১তম বিশ্ব অলিম্পিয়ার্ড দাবা প্রতিযোগিতায় জয় পেয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় রাউন্ডের ওপেন সেকশনে চিলিকে ৩-১ সেটে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান, আর্ন্তজাতিক মাস্টার মিনহাজ আহম্মেদ সাগর, গ্রান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব নিজ নিজ খেলায় জয় পায়। গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ড্র করেন।
এই আসরে বাংলাদেশ থেকে পাঁচ ধাপ উপরে থেকে ৫০তম সিডেড দল হিসাবে চিলির প্রতিদ্বন্দীতা করছে। বাংলাদেশের পক্ষে গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান রেটিংয়ে নিচে থেকেও চিলির গ্রান্ড মাস্টার ভাসকুয়েজ রদ্রিগেজকে হারান। এরপর আর্ন্তজাতিক মাস্টার মিনহাজ আহম্মেদ সাগর রেটিংয়ে উপরে থাকা হেনরিক ক্রিস্টোবালকে এবং গ্রান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ফ্লোরেজ রিওসকে হারিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
বাংলাদেশের পক্ষে একমাত্র গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ভ্যানিলুয়েজা লুইসের সাথে ড্র করেন। অন্যদিকে মহিলা দল টুর্নামেন্টের ১০ নং সিডেড দল আরমেনিয়া সাথে পরাজিত হয়েছে। টুর্নামেন্টের ৫৮ নং সিডেড বাংলাদেশ ৪-০ সেটে হেরে আরমেনিয়ার সাথে দাঁড়াতেই পারেনি। 
পরবর্তি রাউন্ডে বাংলাদেশ ওপেন টিম খেলবে বেলজিয়ামের বিপক্ষে এবং মহিলা দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া