adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা প্রিমিয়ার লিগের ভাগ্য বিসিবির হাতে

স্পোর্টস ডেস্ক : গত মার্চে মাত্র এক রাউন্ড হওয়ার পরেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। এরপর কয়েকবার টুর্নামেন্টটি পুনরায় শুরু করার ব্যাপারে আলোচনা করা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে নিতে পারেনি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

শেষ পর্যন্ত ডিপিএলের ভাগ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতেই ছেড়ে দিতে বাধ্য হলো তারা। সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন দেশের একটি বাংলা দৈনিককে এমনটাই জানিয়েছেন। বিসিবির আগামী বোর্ড সভাতে ডিপিএল আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে অবগত করেন তিনি।

আলী হোসেন বলেন, আসলে লিগ নিয়ে সিসিডিএম কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আমরা লীগের ভাগ্য ছেড়ে দিয়েছি বিসিবির হাতে। বোর্ড সভাতেই সিদ্ধান্ত হবে এই মৌসুমের লিগ মাঠে গড়াবে কিনা। আমরা সিসিডিএম বোর্ডের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গেলেও লিগ শুরুর ব্যাপারে অবশ্য আশাবাদী আলী হোসেন। এক্ষেত্রে বিসিবির হস্তক্ষেপ কামনা করছেন তিনি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার উপরেই সবকিছু ছেড়ে দেয়ার পক্ষে এই কর্মকর্তা।

আলী হোসেনের ভাষ্যমতে, লিগ হবে না এমনটা বলা হয়নি। আমরা বলেছি লিগ কিভাবে হবে বা কখন হবে সেটি বিসিবি সিদ্ধান্ত নিবে, সিসিডিএম নয়। কারণ দেশের করোনা পরিস্থিতির ওপর সরকারের নিদের্শনা মেনে বিসিবিই মাঠে ক্রিকেট ফেরাবে। সেই ক্ষেত্রে লিগ আয়োজনের সুযোগ থাকলে সেটি বিসিবিই দেখবে। আমরা শুধু নিদের্শ পালন করবো। তাই সিসিডিএম বিসিবির সিদ্ধান্ত ছাড়া বলতে পারছে না লিগ আসলে কবে হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া