adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোনালিসার সঙ্গে নাটকের শুটিং করতে যুক্তরাষ্ট্রে ছুটে গেলেন তাহসান

বিনােদন প্রতিবেদক : মার্চের পর থেকে করোনাজনিত লকডাউনের পুরো সময়টা বাসায় ছিলেন তাহসান। শুটিংয়ের জন্য একবারও বের হননি। ঘরে বসেই অংশ নেন বিদ্যা সিনহা মিমের বিপরীতে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।

এবার সোজা উড়ে গেলেন যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কের একাধিক লোকেশনে প্রবাসী অভিনেত্রী মোনালিসার সঙ্গে করলেন নাটকের শুটিং।

‘দেখা হবে’ শিরোনামের নাটকটি লিখেছেন মুনতাহা বৃত্তা। পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নিয়ে অধ্যয়নরত নির্মাতা হিমেল আশরাফ। আরও অভিনয় করেছেন বাপ্পী, এ্যারন পালমার, নোরা ও প্রীতম।

সাবেক প্রেমিক করোনায় আক্রান্ত হলে সাহায্য করতে ছুটে যায় এক তরুণী। তা নিয়েই ‘দেখা হবে’ নাটকের গল্প।

এ দিকে অনেক দিন পর শুটিংয়ে ফির উচ্ছ্বসিত নির্মাতা হিমেল আশরাফ। তিনি ফেইসবুকে লেখেন, “প্রায় দুই বছর পর শুটিং করলাম। একটু ভয় ভয় লাগছিল, পরে মনে হলো অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো জমা দেই নাই। আমেরিকাতে শুটিং অনেক ব্যায়বহুল, বিশেষ করে এই করোনাকালীন তার ওপর চার দিন শুটিং। কিন্তু সবার সহযোগিতায় ভালো কিছু হবে আশা করছি।”

ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায় ‘দেখা হবে’ প্রচার হবে আরটিভিতে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া