adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আবার উত্তেজনা, সীমান্তে উড়ছে চীনা হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৩ ভারতীয় সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা হঠাৎ বেড়ে গেছে বহুগুণ। টানটান উত্তেজনার মধ্যে এবার সীমান্তে ড্রোন ও হেলিকপ্টার টহল দিচ্ছে চীন। ভারতীয় গণমাধ্যম কলকাতা ২৪ এর খবরে এমনটাই দাবি করা হয়েছে।

দু’পক্ষের সেনাবাহিনীকেই এই মুহূর্তে হাই-অ্যালার্টে রাখা হয়েছে বলে জানাচ্ছে একাধিক সংবাদমাধ্যম। শুধু তাই নয়, জাতীয় এক হিন্দি সংবাদমাধ্যম জানায় যে, ঘটনার পর অর্থাৎ সোমবার রাতে হওয়া ঝামেলার পর এলএসি’তে দফায় দফায় হেলিকপ্টার ওড়ার শব্দ পাওয়া গেছে।

মনে করা হচ্ছে, সোমবার যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল এর পরের সীমান্তে নজরদারি চালানোর জন্যেই চীনা এয়ারফোর্সের এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। যদিও চীনের প্রতি মুহূর্তের পদক্ষেপের উপর নজর রাখছে ভারতও। আর তা নজর রাখতে গিয়ে দেখা গেছে যে, ইন্দো-চীন সীমান্তে ড্রোন উড়াচ্ছে লাল ফৌজ। মূলত ঘটনার পরে গালওয়ান ভ্যালিতে ভারতীয় সেনারা কী পরিস্থিতি রয়েছে তা জানতেই মূলত চীনা বাহিনী এসব ড্রোন ওড়াচ্ছে।

ভারত ও চীনের মধ্যে সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত। গত মাস থেকে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ভারত ও চীন দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করায় একে অপরকে দোষারোপ করে আসছিল। ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পর এই নিয়ন্ত্রণরেখাটি করা হয়েছিল। চীন নিয়ন্ত্রিত আকসাই চীন এবং বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মিরের মধ্যবর্তী অঞ্চলে এই নিয়ন্ত্রণরেখার অবস্থান। সূত্র- কলকাতা ২৪।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া