adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্রুততম মহিলা কার রেসার জেসি পেলেন মরণোত্তর সম্মাননা

স্পোর্টস ডেস্ক : ২০১৯-এ এই গতিই প্রাণ কেড়ে নিয়েছে তার। তবে সেই গতির জন্যই মরণোত্তর সম্মান পেলেন জেসি কুম্বস। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তরফে জেসিকে মরণোত্তর স্থলে সবচেয়ে দ্রুততম মহিলা কার রেসার হিসেবে রেকর্ড করার সম্মান প্রদান করল। গতির রেকর্ড ভাঙতে গিয়েই গত বছর মৃত্যু হয়েছিল তাঁর। স্থলে এত দ্রুত গাড়ির চালানো কোনও মহিলা তিনিই প্রথম। ২০১৯ সালের ২৭ অগস্ট অরিগেৃনের আলভোরড মরুভূমিতে রেকর্ড গড়েছিলেন তিনি। তার গাড়িতে স্পিড ছিল ৫২২.৭৮৩ মাইল প্রতি ঘণ্টায়। গত ৪০ বছরেরও বেশি সময় পর এমন রেকর্ড তিনিই গড়তে পেরেছিলেন। মোটর অথরিটির তরফে জানানো হয়েছিল যে, জেসির আগে এই রেকর্ডের মালকিন ছিলেন ১৯৭৬ সালে কিটি ও’নীল। তার স্পিড ছিল ৫১২.৭ মাইল প্রতি ঘণ্টায়।

অরিগনের ইভেন্টেই রেকর্ড গড়তে গিয়ে মৃত্যু হয়েছিল জেসির। ২০১৩ সালে ৩৯৮ মাইল প্রতি ঘণ্টায় গাড়ি চালিয়ে তিনি রেকর্ড তৈরি করেছিলেন। অরিগনে সেদিন জেসি চালাচ্ছিলেন তার গাড়ি নর্থ আমেরিকান ইগল সুপারসনিক স্পিড চ্যালেঞ্জার দলের হয়ে। এই ইভেন্টেই সবচেয়ে দ্রুততম মহিলার রেকর্ড করেন তিনি। রেকর্ড গড়তে গিয়ে রেসিং ট্র্যাকে মৃত্যুবরণ করেছিলেন মার্কিন কার রেসার ও টেলিভিশন ব্যক্তিত্ব জেসি কম্বস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া