adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শপথ নিতে বঙ্গভবনে মোস্তাফা-নারায়ণ কামাল ও কেরামত

KARAMOTনিজস্ব প্রতিবেদক : মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে যোগ হচ্ছেন যে তিন জন এবং যে একজনের পদোন্নতি হতে যাচ্ছে তাদের সবাই শপথ গ্রহণের জন্য বঙ্গভবনে ঢুকেছেন। সঙ্গে গেছেন তাদের পরিবারের সদস্যরা।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হবে এই শপথ অনুষ্ঠান। তার দুই ঘণ্টা আগে সবার আগে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে যান লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল। এর ১০ মিনিট পরে আসেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

বিকাল চারটা ৫০ মিনিটে মুজিব কোট পড়ে আসেন মোস্তাফা জব্বার। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘সিদ্ধান্ত নিতে পারেন তিনি, আমার এই রকম দূরদর্শী সিদ্ধান্ত নেয়ার মতো মানুষ চোখে পড়েনি। তাকে লাল সালাম।’

সবশেষে বিকাল পাঁচটার দিকে বঙ্গভবনে ঢোকেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। রাষ্ট্রপতি আবদুল হামিদ সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে সর্বোচ্চ আদালতে একটি অনুষ্ঠানে ছিলেন। বিকাল সোয়া পাঁচটার দিকে তিনিও বঙ্গভবনে ফেরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মন্ত্রিসভার নতুন মুখদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে বঙ্গভবনের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।

আজ যে চারজন শপথ দিচ্ছেন, তাদেরকে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হয়। এদের মধ্যে মোস্তাফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। বাকি তিন জনের মধ্যে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ একই মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন, সেটা সোমবার থেকেই মোটামুটি নিশ্চিত ছিল।

বাকি দুই জনের মধ্যে একজনকে মন্ত্রী এবং একজনকে প্রতিমন্ত্রী করা হতে পারে বলেও জানিয়েছে সরকারের সূত্রগুলো। তবে তারা কেউ বঙ্গভবনে ঢোকার সময় গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে কিছু জানাননি।

বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে আদেশ জারি করা হবে বলে জানা গেছে।

বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ৩০ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও দুইজন উপমন্ত্রী আছেন। এছাড়া মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন ৫ জন, মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন প্রধানমন্ত্রীর বিশেষ দূত রয়েছেন একজন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া