adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইফে আশরাফুল, ব্রাভোর বোলিং পরীক্ষায় প্রশ্ন কমন পড়ার মতো

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর বোলিং পরীক্ষায় প্রশ্ন কমন পড়ার মতো সহজ বলে মনে হয় মোহাম্মদ আশরাফুলের কাছে। বৃহস্পতিবার রাতে ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে এমনটা জানিয়েছেন তিনি।
ইনিংসের শেষ বলে ছক্কা মেরে দল জেতানোর সুযোগ আশরাফুলের সামনে, এমন অবস্থায় তিনি কোন বোলারকে ছক্কা হাকিয়ে সহজেই দল জেতাতে পারবেন- এমন একটি প্রশ্ন করা হয় আশরাফুলকে।

জবাবে ডোয়াইন ব্রাভোর নাম নেন জাতীয় দলের এক সময়ের প্রাণভোমরা আশরাফুল। তার মতে, ব্রাভোর মনস্তাত্ত্বিক বিষয়টি খুব ভালো করেই আঁচ করতে পারেন তিনি।

আশরাফুল বলেন, ব্রাভোর বোলিং আক্রমণ থেকে শুরু করে সবকিছুই এমন যে আমার কাছে পরীক্ষায় প্রশ্ন কমন পড়ার মতো মনে হয়। ওর দৌড় থেকে শুরু করে সবকিছু, মনে হয় যে ও কী করবে আমি সেটা জানি। আত্মবিশ্বাসী মনে হয় নিজেকে।

বর্তমান সময়ে রীতিমতো টি-টোয়েন্টির বিশেষজ্ঞ ডেথ বোলারে পরিণত হয়েছেন ব্রাভো। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে আশরাফুলের কাছে দারুণভাবে পরাস্ত হন তিনি।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রাভোর ওপরে চড়াও হয়েছিলেন আশরাফুল। জোহানেসবার্গে খেলা সেই ম্যাচে ২০ বলে হাফ সেঞ্চুরি করেন আশরাফুল। শেষ পর্যন্ত করেন ২৭ বলে ৬১ রান। দুই ওভারে ৩৪ রান খরচ করেন ব্রাভো। বাংলাদেশকে ১৬৫ রানের লক্ষ্য দেয়া ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত ম্যাচটি হারে ছয় উইকেটে। ম্যাচ সেরাও হন আশরাফুল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া