adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হতাশ রোনালদো ইতালি ছেড়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন!

স্পোর্টস ডেস্ক : ইতালিতে সময়টা একদমই ভালো যাচ্ছে না সি আর সেভেন খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদোর। নিজের ৩০তম শিরোপার সামনে দাঁড়িয়ে হতাশ হতে হলো বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে। গত বুধবার রাতে ন্যাপোলির বিপক্ষে কোপা ইতালিয়ার ফাইনালে চূড়ান্তভাবে ব্যর্থ ছিলেন তিনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে পেনাল্টি শটটাও নেওয়ার সুযোগ পাননি। এর আগেই হেরে যেতে হয় দলকে।

ইতালিতে আসার পর এ নিয়ে টানা দ্বিতীয় ফাইনাল হারলেন সিআর সেভেন। জুভেন্টাসে এসে নিজের প্রিয় পজিশনে খেলারও সুযোগ অনেকটাই কম পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ইতালিয়ান মিডিয়ার দাবি, বর্তমানে নিজের পজিশন হারিয়ে রোনালদো অনেকটাই নিস্প্রভ।

এরই মধ্যে গুঞ্জন উঠতে শুরু করেছে, ইতালি ছেড়ে দিচ্ছেন সিআর সেভেন। প্রথমে গুঞ্জনটা শোনা যাচ্ছিল, তিনি হয়তো ইংল্যান্ডেই ফিরে আসবেন। প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি তাকে কেনার জন্য উঠে-পড়ে লেগেছে বলেও খবরে বলা হয়।

যদিও রোনালদোর জাতীয় দল এবং ম্যানইউর সাবেক সতীর্থ ন্যানি জানিয়েছেন, ইংল্যান্ড নয় বরং রোনালদো পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রেই। তবে সেটা এই বছরই নয়। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে গিয়ে খেলে নিজের ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা আছে তার। কেননা সম্প্রতি রোনালদো নিজেই সতীর্থ ন্যানির কাছে সেই ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। ন্যানি এখন খেলছেন এমএলএস লিগে। ওরল্যান্ডো সিটির অধিনায়কও তিনি।

এ দিকে ৩৫ বছর বয়সী রোনালদো ২০১৮ সালে চার বছরের চুক্তিতে যোগ দেন জুভেন্টাসে। এ মৌসুম নিয়ে দুবছর এরই মধ্যে পার হয়ে গেছে। বাকি আছে দুই বছর। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যানি বলেন, বেশ কয়েকবছর আগে সে (রোনালদো) আমাকে বলেছিল যে, সম্ভবত সে তার নিজের ক্যারিয়ারের শেষ অংশে যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে খেলতে পারেন। – ইএসপিএন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া