adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সকাল সাড়ে ১১টায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক : আবার আন্তর্জাতিক ক্রিকেটের লড়াইয়ে ফিরছে বাংলাদেশ। কোভিড-১৯ এর কারণে গত বছর মার্চের পর থেকে ঘরের মাঠে কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। অবশেষে সকল প্রতীক্ষার অবসান। দর্শকহীন মাঠে হলেও আন্তর্জাতিক ক্রিকেটে সামিল হতে পারছে টাইগাররা।

বুধবার (২০ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ১১টায়। ম্যাচটি সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও নাগরিক টিভি।
করোনা বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ দল ক্রিকেটে ফিরেছে আগেই। মহামারির মধ্যে কীভাবে ক্রিকেট মাঠে গড়াবে সবাই যখন এই প্রশ্নের উত্তর খুঁজছে, তখন ক্যারিবীয়রা ইংল্যান্ড সফরে গিয়ে খুলে দেয় ক্রিকেটের দুয়ার।

এরপর নিউজিল্যান্ড সফরও করেছে দলটি। তবে মাঠের পারফরম্যান্সে খুব বেশি ভালো অবস্থানে নেই তারা।
ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট জিতলেও পরের দুই টেস্টে হেরেছে। নিউজিল্যান্ডে গিয়ে তো দুই টেস্টের দুটিতেই হার ইনিংস ব্যবধানে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ২-০ তে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

এরপর দলটির মিশন বাংলাদেশ। যেখানে নেই সেরা ১২ ক্রিকেটার। করোনা শঙ্কায় টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, সীমিত ওভারের অধিনায়ক কিয়েরন পোলার্ডসহ ১০ ক্রিকেটার আসেননি। দুজন আসেননি ব্যক্তিগত কারণে। সব মিলে তারুণ্য নির্ভর উইন্ডিজের বিপক্ষে মাঠের লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছে টাইগাররা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া