adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্থায়ী মঞ্চে গণজাগরণের সমাবেশ শুরু

 
ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির হওয়ায় আনন্দে শাহবাগের গণজাগরণ মঞ্চ। উল্লাসে ফেটে পড়ছেন গণজাগরণ মঞ্চের কর্মী এবং স্বাধীনতার পক্ষের তরুণ প্রজন্ম।শুক্রবার শাহবাগে ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। বিকেল ৩টায় শুরু হয়েছে সমাবেশ। পতাকা হাতে ধীরে ধীরে প্রজন্ম চত্বরে আসতে শুরু করেছে তরুণ প্রজন্ম ও মঞ্চের কর্মীরা।  দূর-দূরান্ত থেকে গণজাগরণ মঞ্চে জড়ো হচ্ছেন তরুণ-তরুণী, শিশু-কিশোরসহ সব শ্রেণী পেশার মানুষ। তাদের সবার কণ্ঠে একই স্লোগান ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই রাজাকারদের ফাঁসি চাই’।তারা সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই রাজাকারদের ফাঁসি চাই’ স্লোগানে মুখরিত করে তুলছে পুরো শাহবাগ চত্বর।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজ করে আদেশ দেন। এই খবর শাহবাগে ছড়িয়ে পড়লে মুহূর্তেই আনন্দের জোয়ারে বইতে শুরু করে শাহাবাগ চত্বরে।দুপুর ১২টার আগেই গণজাগরণ মঞ্চে এসে উপস্থিত হন মুখপাত্র ড. ইমরান এইচ সরকার। তিনি ঘোষণা দেন, যদি আজো কাদের মোল্লার ফাঁসির বিষয়টির সুরাহা না হয় তবে জাগরণ মঞ্চের কর্মী এবং শাহবাগে উপস্থিতি সাধারণ জনতা কেন্দ্রীয় কারাগার উদ্দেশে রওনা হবেন। ঠিক এই ঘোষণার কিছুক্ষণ পরই জানা যায়, হাইকোর্টের আপিল বিভাগ খারিজ করে দিয়েছে কাদের মোল্লার রিভিউ আবেদন। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে মঞ্চের কর্মী ও সমর্থকেরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া