adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ই্স্যুতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৭১০ চিকিৎসককে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের চিকিৎসা কার্যক্রম পরিচালনায় সারা দেশে ৭১০ জন চিকিৎসক ও ৪৩ জন নার্সকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২৯ মার্চ) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. হাবিবুর রহমান বলেন, ‘৭১০ জন চিকিৎসক, ৪৩ জন নার্সকে কোভিড-১৯ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের ২৬৪টি জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ও ঢাকার যেসব হাসপাতালকে আমরা করোনার চিকিৎসার জন্য নির্ধারণ করেছি সেখানকার চিকিৎসকরা এরমধ্যে রয়েছেন।’

হাবিবুর রহমান বলেন, ‘দেশের প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মেডিক্যাল টেকনোলজিস্টদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শনিবার এ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। আশা করছি, প্রশিক্ষণপ্রাপ্ত মেডিক্যাল টেকনোলজিস্টরা তাদের নিজ নিজ স্বাস্থ্য প্রতিষ্ঠানে সন্দেহভাজন কোভিড-১৯ সংক্রান্ত রোগী পেলে তাদের বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করবেন ও সম্প্রসারিত পিসিআর সুবিধাসম্বলিত হাসপাতালগুলোতে স্যাম্পল পাঠাবেন।’

সন্দেহভাজন কোভিড-১৯ রোগীদের হাসপাতালে না এসে ১৬২৬৩, ৩৩৩ অথবা আইইডিসিআরের হটলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া