adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত : নিহত ১, নিখোঁজ ২

CTG1457504990ডেস্ক রিপোর্ট : কক্সবাজারে একটি বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ওই বিমানের এক সদস্য নিহত হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেকজনকে। এ ঘটনায় পাইলটসহ দুজন নিখোঁজ রয়েছেন।
 
৯ মার্চ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে এ ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিমউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত দুজন রুশ নাগরিক বলে জানিয়েছেন তিনি।
 
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত বলেন, বেসরকারি এ কার্গো বিমানে চিংড়ি পোনা আনা-নেওয়া হতো। ‘টু এয়ারওয়েজ’ নামের এ বিমানটি কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের পাইলটসহ চারজন নিখোঁজ হন। পরে অভিযান চালিয়ে দুজনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন মারা যান। কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া