adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১০২ বছর বয়সেও সাঁতার শিখিয়ে আনন্দ পান কনজ্যাক

আন্তর্জাতিক ডেস্ক: এই বয়সে এসেও নিয়মিত সাঁতারের ক্লাস নিচ্ছেন তিনি। যেখানে তিনি ৬ মাস থেকে ৩ বছর বয়সী শিশুদের পানিতে থাকতে অভ্যস্থ করেন ।

পেগি কনজ্যাক বলেন, এটি আমার জীবনের একটি আনন্দ মাত্র। আমি তাদের সাথে খেলছি। আমি কাজ করছি না, আমি খেলছি। সূত্র : সিএনএন

এটি একটি শিক্ষণ শৈলী যা ১৯৬৮ সালে গঠিত হয়েছিল। ১০২ বছর বয়সী রোজবার্গ ওয়াইএমসিএ-তে ৫০ বছরেরও বেশি সময় ধরে সাঁতার শিখাচ্ছেন। সপ্তাহে একাধিকবার রোজবার্গ ওয়াইএমসিএ তে পেগি কনজ্যাক এই সাঁতার প্রশিক্ষন দেন ।

কনজ্যাক জানান, আমি এখানে এসেছিলাম শুধমাত্র আরাম করতে এবং নিজেই সাঁতার কাটতে, হঠাৎ আমার এক বন্ধু বললো, আমার বাচ্চাকে তোমার কাছে সাঁতার ক্লাস করালে কেমন হয়? এভাবেই শুরু হয় আমার সাঁতার শেখানোর কাজটি ।

কনজ্যাক তার জীবনে একই পরিবারের অনেক প্রজন্মকেই সাঁতার শিখিয়েছেন। বাচ্চাদের সঙ্গে থাকতে এবং তাদের সঙ্গে সাঁতারের মাধ্যেমে সময় কাটাতেই বেশি পচ্ছন্দ করেন পেগি কনজ্যাক ।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া