adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আবেদনে সাড়া দিলেন পপস্টার টেলর

বিনোদন ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুরোধে সাড়া দিয়েছেন বিশ্বব্যাপী জনপ্রিয় পপতারকা টেলর সুইফট। গায়িকাকে কানাডায় আসতে অনুরোধ করেছেন জাস্টিন ট্রুডো। প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে নিজের চলমান ইরাস ওয়ার্ল্ড ট্যুরে টরন্টোকে অন্তর্ভুক্ত করেছেন টেলর। এতে কানাডার সংগীতপ্রেমীরা বেশ উচ্ছ্বসিত হয়েছেন।

প্রাথমিকভাবে কানাডাকে নিজের সফর থেকে বাদ দিয়েছিলেন সুইফট। এতে পপস্টারের কানাডিয়ান ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। পরে প্রধানমন্ত্রী ট্রুডো সামাজিক যোগাযোগমাধ্যমে সুইফটের দৃষ্টি আকর্ষণ করেন। জাস্টিন ট্রুডো লেখেন, ‘আমি জানি কানাডার সংগীতপ্রেমীরা আপনাকে কাছে পেতে পছন্দ করবে। এটিকে প্রত্যাখ্যান করবেন না। আমরা আশা করি শিগগিরই আপনার সঙ্গে দেখা হবে।’

প্রধানমন্ত্রীর এই আবেদন সুইফটের দৃষ্টি আকর্ষণ করে। তাই নিজের সফরসূচিতে কানাডাকে অন্তর্ভুক্ত করে নেন।

জানা গেছে, ২০২৪ সালের নভেম্বরকে টরন্টো সফরের জন্য নির্ধারণ করেছেন পপস্টার সুইফট। আগামী সপ্তাহ থেকেই টিকিট বিক্রি শুরু হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কানাডার ভক্তদের জন্য তার সফরের কথা শেয়ার করেছেন সুইফট। টরন্টোর রজার্স সেন্টারে তিনি ছয়টি শো করবেন বলেও জানা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া