adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গ্যাস-বিদ্যুৎ সংকটে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না: বিজিএমইএ

BGMEAনিজস্ব প্রতিবেদক : গ্যাস-বিদ্যৎ সংকট ও ব্যাংক সুদের হার বেশি থাকায় শিল্পে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না বলে মন্তব্য করেছেন পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘প্রতি বছর ২০ লাখ লোক শ্রমবাজারে প্রবেশ করছে, কিন্তু বিনিয়োগ না হওয়ার কারণে যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না।’

শনিবার দুপুরে বিজিএমইএ সভাকক্ষে ‘পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি ও আসন্ন বাজেট (২০১৭-১৮)’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিদ্দিকুর রহমান।

বিজিএমইর সভাপতি বলেন, ‘ইউরোর দরপতন, বেক্সিট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রভাবের কারণে আমাদের পণ্যের অব্যাহত দরপতনের সঙ্গে গত দুই বছরে গ্যাস সংকটসহ আমাদের বিভিন্ন উৎপাদন ব্যয় বেড়েছে ১৮ শতাংশ। আমরা ক্রমেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা হারাচ্ছি।’

বিনিয়োগকে উৎসাহিত করার করতে গ্যাস, বিদুৎ ও করের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার আবেদন জানিয়ে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা আশা করবো বিনিয়োগ ও কর্মসংস্থানের দিকে লক্ষ্য রেখে আসন্ন বাজেটে পোশাক শিল্পের জন্য বিশেষ সহায়তা প্রদান করা হবে।’

বিজিএমইর সভাপতি বলেন, ‘বছরে বিভিন্ন কারণে গত চার বছরে প্রায় ১২শ কারখানা বন্ধ হয়েছে। বিশেষ করে অ্যাকর্ড, অ্যালায়েন্স এর পরিদর্শনের পর কিছু কারকানা আংশিক, সাময়িক ও পূর্ণাঙ্গভাবে বন্ধ হয়ে গেছে।’

এসময় কতটি নতুন কারখানা হয়েছে জানতে চাইলে সিদ্দিকুর রহমান বলেন, ‘তেমন হয়নি। আমরা তালিকা করছি, আগামী ৩১ জুলাই এ তালিকা প্রস্তুত হবে।’

 বিজিএমইএ সভাপতি বলেন, ‘ব্যাংক ঋণ ও বাড়িভাড়াসহ অন্যান্য ব্যয় মিটিয়ে  অনেক ব্যবসায়ীর পক্ষে টিকে থাকা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় উদ্যোক্তারা ব্যাক টু ব্যাক দায়, প্রকল্প ঋণ, কাস্টমস লায়াবিলিটি, টার্ম লোন, মন্দ সিআইবি রিপোর্ট নিয়ে ঝুঁকিতে রয়েছেন।’

আমাদের কারখানায় নিট আয়ের পরিমাণ কমেছে জানিয়ে সিদ্দিকুর রহমান বলেন, ‘পোশাক শিল্পকে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিকূলতা মোকাবেলা করে এগিয়ে যেতে হচ্ছে। ইউরোর দরপতন, বেক্সিট এবং গ্যাস সংকটসহ নানা কারণে আমাদের উৎপাদন ব্যায় বেড়েছে ১৮ শতাংশ। আমরা যদি কোনোভাবে দুই বছর নিজেদেরকে টিকিয়ে রাকতে পারি, তবে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হবো।’

বর্তমান পরিস্থিতিকে সংকটময় উল্লেখ করে আগামী দুই বছরের জন্য এই খাতে সব সহযোগিতার দাবি করে সিদ্দিকুর রহমান বলেন, ‘পোশাক শিল্পে জড়িয়ে আছে ৪৪ লাখ শ্রমিকের ভাগ্য। আমরা ২০১৫-২০১৬ অর্থবছরে শ্রমিকদের মজুরি ‍দিয়েছি প্রায় ৩৩ হাজার কোটি টাকা। এছাড়া পোশাক শিল্প খাত থেকে এ সময় দেশের ভেতবে অন্যান্য সেবাখাতে পরিশোধ করেছি প্রায় নয়শ কোটি টাকা।’

বিজিএমইএর সভাপতি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি কোনোভাবে আর দুই বছর নিজেদেরকে টিকিয়ে রাখতে পারি, তবে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হবো।’ প্রধানমন্ত্রীর কাছে আগামী দুই বছরের জন্য পোশাক শিল্পের জন্য সহায়তা দেয়ার আহ্বান জানান তিনি। সিদ্দিকুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরই পোশাক শিল্পের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। এ শিল্পের যেকোনো সমস্যায় তিনি সমসময়ই সহয়োগিতার হাত প্রসারিত করেছেন।’

শিল্পে নতুন বিনিয়োগ উৎসাহিত করতে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে রাজস্ব নীতিসহ অন্যান্য সব নীতি কৌশলসমূহ পাঁচ বছরের জন্য স্থিতিশীল রাখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ সভাপতি মোহাম্মাদ নাসির এবং মোহাম্মদা হাসান খান বাবুসহ বিজিএমইএ অন্যান্য কর্মকর্তারা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া