adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দু গ্রুপের সংঘর্ষে মদনে একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : নেত্রকোনার মদনে নির্বাচনের পোস্টার ছেড়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ মেনু মিয়া (৩৮) মারা গেছেন। এ ঘটনায় আরো চারজন আহত হন।শনিবার দুপুর পৌনে দুইটার দিকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যায়। নিহত মেনু মিয়ার বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর আগপাড়া গ্রামে।ফতেপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হায়দার মিয়া মেনু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মফিজুল ইসলাম জানান, সকালে মদন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী এম এ হারেছের সমর্থক ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রইছ উদ্দিনের লোকজন  পোস্টার ছেড়ার ঘটনাকে কেন্দ্র করে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম আকন্দের সমর্থক ফতেপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হায়দারের লোকজনের কথাকাটাকাটি হয়।পরে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হায়দার সমর্থকরা রইছ উদিনের বাড়িতে আক্রমণের  চেষ্টা চালালে রইছ উদ্দিনের লোকেরা গুলি ছোড়ে। গুলিতে মেনু মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।তিনি আরো জানান, সেখানে অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে তিনি মারা যান বলে জানিয়েছেন তিনি।শুক্রবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় মদন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম আকন্দকে দল থেকে বহিষ্কার করা হয়।  এরপর থেকে বিদ্রোহী ও দলীয় প্রার্থীর মধ্যে উত্তেজনা চলে আসছিল। চতুর্থ দফায় ২৩ মার্চ এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া