adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এনএসসি নয়, ট্রাষ্ট ব্যাংক সাহস যোগাচ্ছে তায়কোয়ানডোকে

নিজস্ব প্রতিবেদক : একাধিক আন্তর্জাতিক স্বর্ণপদক পাওয়া বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন আর্থিক দৈণ্যতার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। ১৯৯৭ সালে গঠিত এই ফেডারেশন প্রথম দিকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আর বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদানের উপর ভর করে স্বল্প পরিসরে জাতীয় প্রতিযোগিতাগুলো সম্পন্ন করে আসছে। বর্তমানে এই ইভেন্টের পরিধি বাড়লেও বাড়েনি শুধু আর্থিক সহযোগিতা। যে কারণে ঘরোয়া প্রতিযোগিতার আয়োজন করতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে তায়কোয়ানডো ফেডারেশনকে।

দেশিয় খেলাধুলার নিয়ন্ত্রক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ বছরে ১০ লাখ টাকা অনুদান দিয়ে থাকে বিভিন্ন ফেডারেশনের মতো বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনকেও। এই টাকা অফিস স্টাফদের বেতন, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধের পর বাকি টাকা দিয়ে জাতীয় পর্যায়ের ১৮টি ক্যাটাগরির কর্মসূচি সম্পন্ন করা সম্ভব নয়। কালে ভদ্রে দু’একটা স্পন্সর প্রতিষ্ঠান এগিয়ে আসলে জাতীয় পর্যায়ের কয়েকটি প্রতিযোগিতার আয়োজন করতে পারে ফেডারেশন। ১৮ ক্যাটাগরির বাকিগুলো আর মাঠে গড়ায় না অর্থের অভাবে।

এ অবস্থায় তায়কোয়ানডোকে টেনে তুলতে দৌঁড়ঝাপ শুরু করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। তার চেষ্টায় সুফলও পায় ফেডারেশন। আর্থিক প্রতিষ্ঠান ট্রাষ্ট ব্যাংক এগিয়ে আসে তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায়। ২০০৭ সাল থেকে তারা প্রতিবছর ১২ লাখ টাকা করে অনুদান দিয়ে আসছে তায়কোয়ানডো ফেডারেশনকে। এই অনুদানের উরপ ভর করে এবং দু’একটা স্পন্সরের প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে এগিয়ে চলেছে ফেডারেশনের বাৎসরিক কার্যক্রম।

বাৎসরিক ক্রীড়াসূচি অনুযায়ী তায়কোয়ানডো ফেডারেশন নিয়মিত জাতীয় সিনিয়র ও জুনিয়র, কোরিয়া অ্যাম্বাসেডর কাপ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ফেডারেশন কাপ, মহিলা ওপেন টুর্নামেন্টসহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করছে। অন্যান্য কার্যক্রম মুখ থুবরে পড়ে থাকে অর্থাভাবে। এর মধ্যে আন্তর্জাতিক আসরে অংশ নিতে খেই হারিয়ে ফেলার উপক্রম হয় এই ফেডারেশনের। তখন যেনো টাকা খুঁজে পাওয়া যায় না। জাতীয় ক্রীড়া পরিষদ বছরে যে অনুদান দেয়, তার বাইরে একটি টাকাও দিতে নারাজ তারা। এ অবস্থায় তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা এ ঘর ও ঘর করে টাকা সংগ্রহ করে দেশের বাইরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক স্বর্ণসহ অনেক পদকই এনেছেন। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সম্পন্ন করতে বছরে ন্যুনতম কোটি টাকার প্রয়োজন বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া