adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘নটআউট নোমান’ লাইভ আড্ডায় মাশরাফি, ক্রিকেট খেলার জন্যই আশরাফুলের জম্ম

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, মোহাম্মদ আশরাফুলের জন্মই হয়েছিল ক্রিকেট খেলার জন্য।’ ক্রিকেটের বাইরে অন্য কিছু হতে পারতেন আশরাফুল, এমন কিছু খুঁজে পান না মাশরাফী।

দেশের ক্রিকেটের অন্যতম সেরা দুই তারকা মাশরাফী এবং আশরাফুলের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরু একই সময়ে। দুজনই তাই খুব ভালো বন্ধু। একে অপরকে তারা চেনেন খুব ভালোভাবেই। বন্ধু আশরাফুলকে সেই দেখা থেকেই এমনটা বলছেন মাশরাফী।

বুধবার ইউটিউব চ্যানেল ‘নটআউট নোমান’ এ লাইভ আড্ডায় যুক্ত ছিলেন মাশরাফী। সেখানে সঞ্চালক সাংবাদিক নোমান মোহাম্মদ স্লগ ওভার পর্বে মাশরাফীর কাছে ২৫টি প্রশ্ন রাখেন।
যার একটি প্রশ্ন ছিল এমন- ‘আমি পাঁচ জন ক্রিকেটারের নাম বলব, আপনি বলবেন তারা ক্রিকেটার না হলে তাদের অন্য ক্যারিয়ার কী হতে পারত? তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আশরাফুল এই পাঁচ ক্রিকেটার সম্পর্কে জানতে চাওয়া হয়।

আশরাফুল প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে মাশরাফী বলেন, ‘আশরাফুল আমার কাছে মনে হয়, হি ওয়াজ বোর্ন টু প্লে ক্রিকেট। যদি না হতো, আমার ধারণা সে খুব ভালো মানুষ… ভালো মানুষ হতো।
সাকিব প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, পরিবারের খুব কড়া কর্তা হতো। তাসকিন আহমেদ সম্পর্কে তার উত্তর- নায়ক। লিটন সম্পর্কে বলেন, ‘আমার ধারণা বাসার ভেতরে সব থেকে কম কথা বলে কে? মানে ওকে খুঁজে বের করতে হতো, ও কোথায় আছে। তামিমকে নিয়ে মাশরাফী মজা করে বলেন, ‘চাপাবাজ হতে পারত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া