adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বচ্যাম্পিয়ন বক্সার সরিতা দেবী স্বামীসহ কোভিড আক্রান্ত

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার এল সরিতা দেবী কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে সরিতার স্বামী থোইবা সিংয়ের শরীরেও।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার এই দম্পতির করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তবে দুজনেই উপসর্গহীন। দম্পতির একমাত্র পুত্র থোমথিন সিংয়ের কভিড টেস্ট হয়েছে। তবে তার রিপোর্ট নেগেটিভ।

সংবাদ সংস্থা পিটিআইকে সোমবার সন্ধ্যায় ফোনে থোইবা সিং জানান, তিনি এবং সরিতা চিকিৎসার জন্য কভিড-১৯ কেয়ার সেন্টারে যাচ্ছেন। সরিতা দেবীর স্বামীর কথায়, আমরা কী করে করোনা আক্রান্ত হলাম, বুঝে উঠতে পারছি না। সব ধরনের সাবধানতা অবলম্বন করেছিলাম।
সরিতা দেবী পাঁচবারের এশিয়ান চ্যাম্পিয়ন সোনাজয়ী বক্সার। এশিয়ান গেমস থেকে একবার ব্রোঞ্জও পেয়েছেন। বিশ্বচ্যাম্পিয়ন হন ২০০৬ সালে।

গত মার্চে ৬০ কেজি ক্যাটাগরিতে জর্ডানের অলিম্পিক বাছাইপর্বের জন্য ট্রায়ালে হেরে যান। এর আগে ২০১৪ সালের এশিয়ান গেমসে আয়োজক কোরিয়ার পার্ক জি-না’র কাছে বিতর্কিত হারের পর ব্রোঞ্জ পদক নিতে অস্বীকার করেন। যার জন্য তাকে এক বছর নির্বাসিত করা হয়েছিল। – পিটিআই/ টাইমস অব ইন্ডিয়া/

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া