adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাঁওতালদের ধান কাটার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

1479362959ডেস্ক রিপাের্ট : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুগারমিল এলাকায় রোপিত ধান সাঁওতালদের কাটার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া তারা পাট ও কলাইসহ অন্যান্য যেসব ফসল লাগিয়েছিল তা সরকার কেটে ফেললে তাও সাঁওতালদের ফেরত দিতে নির্দেশ দেয়া হয়েছে।
 
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
 
একই সঙ্গে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় কি ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে গাইবন্ধার ডিসি, এসপি ও গোবিন্দগঞ্জ থানার ওসিকে ২১  নভেম্বরের মধ্যে আদালতের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এসব অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি সাঁওতালদের পুনর্বাসনে ও দায়ীদের বিরুদ্ধে  কি আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
 
১৭ নভেম্বর রিটের পক্ষে অ্যাডভোকেট জেড আই খান পান্না শুনানি করেন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট ওবায়দুর রহমান ও অ্যাডভোকেট কুমার দেবলু দেব।
 
সাঁওতালদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি চালানোর বৈধতা চ্যালেঞ্জ করে বুধবার হাইকোর্টে রিট আবেদন দায়ের করে বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট ও ব্রতী সমাজ কল্যাণ সংস্থা।
 
রিটে সাঁওতালদের জানমালের নিরাপত্তা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং সাঁওতাল পল্লীতে তারা যাতে বিধি-নিষেধ ছাড়াই চলাফেরা করতে পারে সে ব্যাপারে আদালতের নির্দেশনা চাওয়া হয়।
 
গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ। এতে তিন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া