adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে সেমিফাইনালে লিওঁ

স্পোর্টস ডেস্ক : লিওঁ’র সঙ্গে পেরে উঠলো না ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাবটির কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল পেপ গার্দিওলার দল।

পর্তুগালের লিসবনে শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩-১ গোলে ম্যানসিটিকে হারায় লিওঁ। বিজয়ীদের হয়ে জোড়া গোল করেন ফরাসি স্ট্রাইকার মুসা দেম্বেলে। অপর গোলটি করেন আইভরিয়ান ফরোয়ার্ড ম্যাক্সওয়েল কর্নেট। সিটির হয়ে ব্যবধান কমানো গোলটি করেন কেভিন ডি ব্রুইনে।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম ফ্রান্সের দুই দল সেমি-ফাইনাল খেলতে যাচ্ছে। ফাইনালের ওঠার লড়াইয়ে লিওঁর প্রতিপক্ষ বুন্ডেস লিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। অপর ফরাসি দল পিএসজি’র প্রতিপক্ষ আরবি লাইপজিগ।

কোয়ার্টার ফাইনালে রণ কৌশলে কিছুটা পরিবর্তন এসেছিলেন সিটি কোচ গার্দিওলা। নামিয়েছিলেন একজন বাড়তি ডিফেন্ডার। তিন-সেন্ট্রাল ডিফেন্ডারের কৌশল কাজে দেয়নি। অধিকাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও কাজের কাজ হয়নি। লিওঁ’র কাছে আত্মসমার্পণ করেই চ্যাম্পিয়ন্স লিগকে বিদায় জানায় গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি।

ম্যাচ শেষের বাঁশি বাজতেই সেমিফাইনালে ওঠার বাধভাঙা উল্লাসে মাতে শেষ ষোলোয় জুভেন্তাসকে হারিয়ে আসা লিওঁ।

হতাশায় মুখ লুকায় সিটি। এই নিয়ে টানা তিন মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারফাইনালেই থামতে হলো দলটির কোচ গার্দিওলাকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া