adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

একদশক পর অ্যাতলেটিকোর কাছে হেরে গেলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : অনেক গুলো গোল হাতছাড়া করে শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়লো লিওনেল মেসির বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় আতলেতিকো মাদ্রিদের কাছে তারা হেরেই গেছে। এই টুর্নামেন্টে এক দশকের বেশি সময় পর বার্সেলোনার বিপক্ষে প্রথম জয় তুলে নিলো দলটি। শনিবার রাতে ১-০ গোলে জিতেছে দিয়েগো সিমেওনের দল। আর্জেন্টাইন কোচের অধীনে লিগে কাতালান দলটির বিপক্ষে এটাই তাদের প্রথম জয়।

এদিন জমজমাট লড়াইয়ের পরও কোনো দল প্রথমার্ধের নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি। যোগ করা সময়ে টের স্টেগেনের ভুলে এগিয়ে যায় আতলেতিকো। পিকের ভুলে হারানো বল ঠেকাতে প্রায় মাঝমাঠে উঠে আসেন বার্সেলোনা গোলরক্ষক। তাকে এড়িয়ে বেশ দূরে থেকে ইয়ানিক কারাসকো ফাঁকা জালে বল পাঠান।

৫৬তম মিনিটে আলবার ক্রসে ওবলাক বরাবর হেড নিয়ে সুযোগ হাতছাড়া করেন ক্লেমোঁ লংলে। পরের মিনিটে মেসির দারুণ ক্রসে আবার একইভাবে সুযোগ নষ্ট করেন অরক্ষিত এই ডিফেন্ডার। চোট পেয়ে ৬১তম মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন পিকে। তার জায়গায় মাঠে নামেন সের্জিনো দেস্ত।

বার্সেলোনার বিপক্ষে জিতে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আতলেতিকো। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদেরও পয়েন্ট ২০। আসরে তৃতীয় হারের স্বাদ পাওয়া বার্সেলোনা ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে। – গোল ডটকম/ মার্কা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া