adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এবার হুংকার ছুড়লেন গলফ সুপারস্টার টাইগার উডস

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রতিবাদের সুর ক্রমশ জোরালো হচ্ছে। শুধু সেখানেই নয়, দ্রুত তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় ধিক্কার জানাচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষ।

পিছিয়ে নেই ক্রীড়াবিদরা। একের পর এক মহাতারকা নারকীয় এ ঘটনার নিন্দায় সরব হচ্ছেন। এবার গলফ সুপারস্টার টাইগার উডস রীতিমতো বর্ণবিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। একটু দেরিতে হলেও অবশেষে এ হত্যাকা-ের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তিনি।

৪৪ বছর বয়সী অ্যাথলেট টুইটারে লিখেন, আইন প্রয়োগকারীদের প্রতি আমার সর্বদা গভীর শ্রদ্ধা ছিল। তাদের প্রশিক্ষণ দেয়া হয় সযতেœ উপলব্ধি করার। কোথায় ও কীভাবে বল প্রয়োগ করতে হবে। এ মর্মান্তিক ট্র্যাজেডি সব সীমা ছাড়িয়ে গেছে।

উল্লেখ্য, গেল ২৫ মে মিনোপোলিসে সাবেক বাস্কেটবল তারকা ফ্লয়েডের গলা টানা প্রায় ৮ মিনিট হাঁটু দিয়ে চেপে রাখেন এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা। ফলে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।
সঙ্গে সঙ্গে তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। পরিপ্রেক্ষিতে এ ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। অগ্নিস্ফূলিঙ্গের মতো ফুঁসে ওঠেন কালো বর্ণের মানুষগুলো। একাধিক দোকানপাট, স্থাপনায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা।

এর রেশ আছড়ে পড়ছে গোটা বিশ্বে। রাজনীতি ও বিনোদন জগতের মানুষও তাতে সমর্থন দিচ্ছেন। এ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিজেদের বেশ কয়েকটি শহরে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করেছে মার্কিন প্রশাসন। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া