adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেক্সিকোতে করােনাভাইরাসে আক্রান্ত ৫ লাখ ছাড়ালাে

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তে আরও একটি লাখের কোটা পূরণ করল মেক্সিকো। সরকারি হিসেবে দেশটিকে মোট আক্রান্ত এখন ৫ লাখ ছাড়িয়েছে বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত চব্বিশ ঘণ্টায় দেশটিকে নতুন করে ৭ হাজার ৩৭১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫ লাখ ৫ হাজার ২৯৩ জন। আর নতুন করে ৬২৭ জনসহ আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ হাজার ২৯৩ জনের।

বৈশ্বিক আক্রান্তের তালিকায় মেক্সিকোর অবস্থান সপ্তম। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে তৃতীয়। তাদের ওপরে থাকা লাতিন আমেরিকার দেশ দুটি ব্রাজিল ও পেরু। আক্রান্তে বৈশ্বিক তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয় (৩২ লাখ), পেরুর ষষ্ঠ ( পাঁচ লাখ ৭ হাজার)।

আক্রান্তে বৈশ্বিক তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, ৫৪ লাখ ১৫ হাজার। মৃত্যুর তালিকায়ও শীর্ষে আছে দেশটি, ১ লাখ ৭০ হাজার।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১০ লাভ ৯১ হাজার, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৩ হাজার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া