adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ চারের দৌড়ে কােনা দল কোথায়

new-bpl_স্পাের্টস ডেস্ক : শেষ হয়েছে বিপিএলের প্রাথমিক পর্বের ৩১টি ম্যাচ। সাত দলের মধ্যে ঢাকা ডায়নামাইটসের মতো তারকাবহুল দল প্রত্যাশা অনুযায়ী ভালো খেলেছে, বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা প্রত্যাশার চেয়ে পিছিয়ে পড়েছে অনেকটাই। আবার খুলনা টাইটানসকে শুরুতে ছোট দল মনে হলেও এই সময়ে এসে তারা অন্যতম ফেভারিট। এ সবেরই সম্মিলনে বিপিএলের পয়েন্ট টেবিল দেখেছে অনেক উত্থান-পতন। প্রাথমিক পর্ব শেষে পয়েন্ট টেবিলের প্রথম চার দল চলে যাবে প্লে-অফ পর্বে। প্লে-অফে যাওয়ার দৌড়ে কারা এগিয়ে আছে, কারা খানিকটা পিছিয়ে পড়েছে, কোন দলের সম্ভাবনাই বা কেমন-সমকালের বিশ্লেষণ

ঢাকা ডায়নামাইটস-

নয় ম্যাচের মধ্যে পাওয়া ছয়টি জয়ে ১২ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে সবার ওপরে আছে ঢাকা ডায়নামাইটস। নেট রানরেট ০.৯৮৮, এক্ষেত্রে অন্য ছয় দলের চেয়ে বেশ বড় ব্যবধানে এগিয়ে তারা। নিজেদের শেষ তিন ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রংপুর রাইডার্স, চিটাগাং ভাইকিংস ও খুলনা টাইটানস। এই তিন দলের মধ্যে নিজেদের প্রথম ম্যাচে রাইডার্স আর ভাইকিংসদের বিপক্ষে সহজ জয় পেয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ডায়নামাইটসরা; কিন্তু খুলনা টাইটানসের বিপক্ষে হেরেছিল ৯ রানের ব্যবধানে। প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে সেই হারের বদলা নিতে পারলে প্লে-অফের পথ ডায়নামাইটসদের জন্য খুব একটা বন্ধুর হবে না।

খুলনা টাইটানস-

নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বিপিএলের সর্বনিম্ন ৪৪ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা সঙ্গী হলেও এর পরই চমৎকারভাবে ঘুরে দাঁড়ায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। টানা চার ম্যাচ অপরাজিত থাকার পর আবার সেই রংপুরের বিপক্ষেই হোঁচট খায় টাইটানসরা। টুর্নামেন্ট শুরুর আগে আন্ডারডগ তকমা পেলেও এখন পর্যন্ত বেশ চমৎকার ক্রিকেট উপহার দিয়ে যাচ্ছে খুলনা। ছোট সংগ্রহ পুঁজি করেও জিতেছে বেশকিছু ম্যাচ। সেটার প্রতিফলন আছে পয়েন্ট টেবিলেও। ঢাকার মতোই নয় ম্যাচে ছয়টি জয় তাদের, কিন্তু নেট রান রেটে (-০.২২১) বেশ খানিকটা পেছনে থাকায় পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়। শেষ তিন ম্যাচে টাইটানসরা মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের, যাদের সবাইকেই প্রথম দেখায় পরাজিত করেছে তারা, সে সঙ্গে আন্ডারডগ তকমা কাটিয়ে প্লে-অফের দৌড়ে অন্যতম ফেভারিট হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

চিটাগাং ভাইকিংস-

টুর্নামেন্টে তামিম ইকবালের দল চিটাগাং ভাইকিংসের উত্থান-পতনটা ছিল চোখে পড়ার মতো। এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল ভাইকিংসরা। মুদ্রার উল্টো পিঠ চিটাগাং দেখা শুরু করল ঠিক পরের ম্যাচেই,

দেখল খুব ভালোভাবেই। টানা চার ম্যাচে হারের দুঃস্বপ্ন শেষ হয় নিজেদের শহর চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচে, রাজশাহী কিংসের বিপক্ষে পাওয়া জয়ে। সেই জয়যাত্রাও চলছে বড় সময় ধরেই, একে একে ভাইকিংসরা জিতে নিয়েছে টানা চার ম্যাচ। পাঁচটি জয়ে পাওয়া দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তারা আছে তৃতীয় স্থানে। শেষ তিন ম্যাচে ভাইকিংসদের প্রতিপক্ষ খুলনা টাইটানস, ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। বিস্ফোরক ওপেনার ক্রিস গেইল গত ম্যাচেই যোগ দিয়েছেন দলের সঙ্গে, তামিমও আছেন দারুণ ফর্মে। সব মিলিয়ে এই ম্যাচগুলো নিয়ে ভালো কিছুর আশা করতেই পারে ভাইকিংসরা।

রংপুর রাইডার্স-

নিজেদের প্রথম ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে পরাজয়- চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলের প্রথম স্থানটা ছিল রংপুর রাইডার্সের দখলে। কিন্তু ঢাকায় ফিরেই ছন্দপতন ঘটে রাইডার্সদের, তিন ম্যাচের তিনটিতেই হেরে বসেছে তারা। গতকাল রাজশাহী কিংসের বিপক্ষে ৪৯ রানের পরাজয় রংপুরকে ঠেলে দিয়েছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর স্থানে। এই হার রংপুরের শেষ চারে ওঠার দৌড়েও বেশ বড় হোঁচট। প্লে-অফে জায়গা নিশ্চিত করতে হলে প্রাথমিক পর্বে নিজেদের বাকি তিন ম্যাচে রংপুরকে ফিরিয়ে আনতে হবে নিজেদের শুরুর সময়টাকে, সঙ্গে তাকিয়ে থাকতে হবে রান রেটের লড়াইয়ের দিকেও।

বরিশাল বুলস-

প্রথমদিকে এই বিপিএলের অন্যতম শক্তিশালী দল বলে মনে হলেও টুর্নামেন্টের এই পর্যায়ে এসে বরিশাল বুলসের হতশ্রী চেহারাটাই বেশি করে চোখে পড়ছে। নয় ম্যাচে মাত্র তিনটি জয়, নেট রান রেট _০.৭৯৪ এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বনিম্ন। কাগজে-কলমে পরিসংখ্যানের অনেক গলি-ঘুপচি দিয়ে সম্ভাবনা বের করা গেলেও আসলে শেষ চারের দৌড় থেকে বরিশাল বুলস একরকম ছিটকেই পড়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স-

গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারেনি। আট ম্যাচে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে অবস্থান করছে মাশরাফি বিন মুর্তজার দল। শেষ চার ম্যাচের সবগুলোতে জিতলেও প্লে-অফে জায়গা করে নেওয়াটা অনেক বেশিই কঠিন হবে ভিক্টোরিয়ান্সদের জন্য।

রাজশাহী কিংস-

নয় ম্যাচে পাঁচ জয়, যার চারটিই আবার এসেছে শেষ চার ম্যাচে। রংপুরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে গেছে রাজশাহী কিংস। ব্যাটসম্যানদের তাড়াহুড়ায় বেশকিছু ম্যাচে হাতছোঁয়া দূরত্বের জয় মুঠোবন্দি করতে ব্যর্থ রাজশাহী বাকি ম্যাচগুলো জিতেছে দলীয় প্রচেষ্টায়। রংপুরের বিপক্ষে গতকাল পাওয়া কিংসদের দ্বিতীয় জয়টা পয়েন্ট টেবিলেও যোগ করেছে খানিকটা উত্তেজনা। শেষ চারের টিকিট নিশ্চিত করতে হলে পরের তিনটি ম্যাচে নিজেদের এই সুসময়টা ধরে রাখতে হবে ড্যারেন স্যামির দলকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া