adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ব্রায়ান লারা ও টেন্ডুলকার গেটস

স্পোর্টস ডেস্ক: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) এখন থেকে সফরকারী দলের খেলোয়াড়রা ব্রায়ান লারা-শচীন টেন্ডুলকার গেট দিয়ে মাঠে নামবে। শচীনের ৫০ তম জন্মদিন উপলক্ষে এসসিজি লারা-টেন্ডুলকার গেট উন্মোচন করেছে। এই মাঠে স্মরণীয় কিছু পারফরম্যান্স আছে দুজনেরই, এবার তাদের অমর করে রাখা হলো অনেক ইতিহাসের স্বাক্ষী এই মাঠে। – আজকাল

মূলত সফরকারী দলের ড্রেসিং রুমের পাশের মেম্বার্স প্যাভিলিয়ন থেকে নোবল-ব্র্যাডম্যান-ম্যাসেঞ্জার স্ট্যান্ডের মাঝামাঝি ফটকগুলোর নাম এখন থেকে ‘ব্রায়ান লারা-শচীন টেন্ডুলকার গেটস। সোমবার টেন্ডুলকারের ৫০তম জন্মদিনে ফটকগুলোর নতুন নামকরণের জন্য বেছে নেওয়া হয়।

এছাড়া লারার সেই চিরস্মরণীয় ২৭৭ রানের ইনিংসটির ৩০ বছর পূর্তিও হয়েছে এ বছরই। পাশাপাশি ২০০৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শচীন। কোনও কভার ড্রাইভ ছাড়া মাস্টার ব্লাস্টারের এই ইনিংসকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বলে বিবেচনা করা হয়। ক্রিকফ্রেঞ্জি
এদিকে এখন পর্যন্ত ১১১ টেস্ট ও ১৬০ ওয়ানডে অনুষ্ঠিত হওয়া এসসিজিতে বাকি ফটকগুলির নামকরণ করা হয়েছে স্যার ডন ব্র্যাডম্যান, অ্যালান ডেভিডসন ও আর্থার মরিসের নামে। এরা সকলেই নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি।

লারা ও টেন্ডুলকারই এখানে ব্যতিক্রম। দুজনের কেউ নিউ সাউথ ওয়েলস কিংবা অস্ট্রেলিয়ার নন। তবে দুজনেরই হৃদয়ে আলাদা জায়গা নিয়ে আছে এসসিজি। তাই তাদের নামে নামকরণ হওয়া ফটকগুলি দিয়েই মাঠে প্রবেশ করবেন সফরকারী দলের ক্রিকেটাররা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া