adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারাগারে মিনু

ডেস্ক রিপোর্ট :রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খান মোহাম্মদ শাহরিয়ারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি সাবেক মেয়র মিজানুর রহমান মিনুকে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (১) হাজির হয়ে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু ওই মামলায় জামিনের আবেদন জানান। পরে জামিন আবেদনের ওপর আসামি ও রাষ্টপক্ষের শুনানি শেষে আদালতের বিচারক বিশ্বনাথ মণ্ডল জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ  দেন। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।এদিকে, বিএনপির কেন্দ্রীয়  নেতা মিজানুর রহমান মিনুর জামিন নামঞ্জুর হওয়ায় আদালতের ভেতরে  ক্ষোভ প্রকাশ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এজাহারে না থাকার পরেও কেন তাকে জামিন দেওয়া হলো না এ নিয়ে বিএনপি নেতার পক্ষের আইনজীবীরা বিচারককে বারবার বিব্রত করার চেষ্টা করেন। তারা বিচারকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে জানিয়েছেন পিপি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন। এক পর্যায়ে বিচারক তার এজলাস থেকে  নেমে যান।এর আগে গত ৩  ফেব্রুয়ারি আদালতে এ মামলায় মিনু ও সিটি মেয়র বুলবুলসহ ১৩০ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এতে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় মিনুকে। মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করেন।অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, ২০১১ সালের ৪ জুন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে ভুবনমোহন পার্ক থেকে ২৫০-৩০০ বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীর জঙ্গি মিছিল  বের হয়। এ সময় মিছিলকারীরা পুলিশের ওপর বিক্ষিপ্তভাবে হামলা চালায়। তাদের হামলায় পুলিশের নায়েক খলিলুর রহমান, কনস্টেবল নুরুজ্জামান ও মাহবুবুর রহমান আহত হন। মিছিল থেকে ছোড়া গুলিতে  বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ওসি খান মোহাম্মদ শাহরিয়ার গুলিবিদ্ধ হন। এরপর বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীরা সাহেববাজার এলাকায় ভাঙচুর চালায়। এ ঘটনায় এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১১৯ জনের নামে মামলা দায়ের করেন। পরে তদন্তে আরো ১১ জনের স¤পৃক্ততা পাওয়া যায়। তাদের সবার বিরুদ্ধেই চার্জশিট দাখিল করা হয়েছে।চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে- হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা তদন্তে প্রমাণিত হওয়ায় চার্জশিটে সিটি  মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক মেয়র বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, সহ-সভাপতি নজরুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শরীফ ও সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম সমাপ্তসহ ১৩০ জনকে অভিযুক্ত করা হয়।প্রসঙ্গত, রাজশাহী নগরীতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা ও বিস্ফোরক মামলায় ৯ মার্চ ছয় মাসের অন্তবর্তীকালীন জামিনে মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন মুক্তি পান। ওই মামলায় নগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৩০ নেতা-কর্মী এখনো কারাবন্দি রয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া