adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রশিদ খানকে ৯ কোটি রুপিতে ধরে রাখল হায়দরাবাদ

RASHIDস্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ছোট দেশে বড় তারকা। বিগ ব্যাশে চড়া দামে বিক্রি হওয়ার পর আইপিএলে আরও দামি আফগান স্পিন জাদুকর রশীদ খান। সবাইকে তাক লাগিয়ে ৯ কোটি রুপিতে তাকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ। অথচ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিক্রি হযেছেন মাত্র ২ কোটিতে। ২ কোটি ২০ লাখে নাম লিখিয়েছেন বাংলাদেশি আরেক তারকা মোস্তাফিজুর রহমান।
আগের মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুণ বোলিং করেছিলেন ১৯ বছর বয়সী লেগ স্পিনার রশীদ খান। এবারের নিলামে তাঁকে নিয়ে রীতিমতো টানাটানি হয়। শেষ পর্যন্ত ‘রাইট টু ম্যাচ’ অপশন ব্যবহার করে ৯ কোটি টাকা দামে তাঁকে দলে রেখে দেয় হায়দরাবাদ।
শুরুতেই রশিদের জন্য ৩ কোটি রুপি হাকে রাজস্থান রয়্যালস। এক পর্যায়ে দাম উঠতে উঠতে ৬ কোটি রুপিতে গিয়ে ঠেকে। এর মধ্যে দিল্লি ডেয়ারডেভিলস ৭ কোটি রুপি দাম হাঁকে। পরবর্তীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দাম হাঁকে ৮ কোটি রুপি। সেই দাম গিয়ে ঠেকে ৯ কোটি রুপিতে। সর্বশেষ নিজেদের খেলোয়াড়কে ধরে রাখতে আরটিএম কার্ড ব্যবহার করে ওই দামে রশিদকে কিনে নেয় হায়দারাবাদ।

আইপিএল-এর গত মৌসুমে রশিদকে ৪ কোটির রুপিতে কিনে নিয়েছিল হায়দারাবাদ। সেবার তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি। ওই মৌসুমে ১৪ ম্যাচে ৬.৬২ ইকোনোমিতে উইকেট নিয়েছেন ১৭টি।

২০১৫ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রশিদ। এ বছর অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি লিগ বিগব্যাশ মাতিয়েছেন রশিদ। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়ে এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ উইকেট শিকারি রশিদ। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। ২০১৭ সালের আইসিসির সহযোগী দেশের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তরুণ এই লেগি। – ক্রিকইনফো

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া