adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বর্ণের ব্যবসায় মন্দার আশঙ্কা

ঢাকা: আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণেই বাংলাদেশে স্বর্ণের দাম বেড়েছে। আর দাম বৃদ্ধির কারণে ক্রেতা চাহিদাও কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সোমবার দেশের অন্যতম স্বর্ণের বাজার রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের স্বর্ণ ব্যবসায়ীরা ব্যবসায় মন্দা যাওয়ার আশঙ্কার কথাই জানালেন।

এ মার্কেটের মিতা জুয়েলার্সের এক বিক্রেতা বাংলামেইলকে বলেন, ‘দাম বাড়লে ক্রেতা একটু কম থাকে। আর ক্রেতারা সাধারণত দাম বাড়লে বাজেট কাটছাট করে স্বর্ণ কিনে।’

স্বর্ণের বাজার ঘুরে জানা যায়, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বেড়েছে ১২৫ টাকা। আগে এর প্রতি গ্রামের দাম ছিল ৪ হাজার ২৫ টাকা। এ হিসাবে প্রতি ভরিতে বেড়েছে ১৩শ টাকা। এতে করে প্রতি ভরি স্বর্ণ এখন বিক্রি হচ্ছে ৪৮ হাজার ৪০৫ টাকায়।

২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৫ টাকা। এ হিসাবে, এখন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৬ হাজার ২৪৭ টাকায়। তাছাড়া ১৮ ক্যারেটের প্রতি গ্রামে ১০৫ টাকা, সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১০০ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম বেড়েছে ৫ টাকা।

আমিন জুয়েলার্স, আলমাস জুয়েলার্সসহ বেশ কয়েকটি দোকানে কথা বলে জানা যায়, গতকাল রোববার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হয়েছে। আর দাম বাড়ার কারণে ক্রেতা একটু কমবে বলে তাদের আশঙ্কা।

স্বর্ণের দাম বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি ডা. দিলীপ রায় বাংলামেইলকে বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বর্ণের দাম বাড়ার কারণেই আসলে আমরা দাম বাড়িয়েছি। আর এ নতুন মূল্য গত রোববার থেকে কার্যকর করা হয়েছে।’

তবে এতে ক্রেতা কমবে বলে মনে করছেন না তিনি। তিনি বলেন, ‘অনেকদিন তো স্বর্ণের দাম কম ছিল। তাই এ দাম বাড়ার ফলে আসলে গ্রাহকদের ওপর খুব একটা প্রভাব পড়বে না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া