adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা নবম ইতালিয়ান লিগ শিরোপা জিতলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : শুরুটা মলিন হলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিল জুভেন্টন। ক্রিশ্চিয়ানো রোনালদো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করলেন ফেদেরিকো বের্নারদেস্কি। সাম্পদোরিয়াকে হারিয়ে টানা নবম লিগ শিরোপা জয়ের উৎসবে মাতল তুরিনের ক্লাবটি।
রোববার নিজেদের মাঠে সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারিয়ে দেয়। ফলে দুই ম্যাচ হাতে থাকতেই ২০১৯-২০ মৌসুমের ট্রফি নিশ্চিত হলো মাউরিসিও সারির দলের।

দুই অর্ধে একটি করে গোল করে জুভরা। প্রথমার্ধের যোগ করা সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদো গোলের খাতা খোলেন। এবারের লিগে যা তার ৩১তম গোল। ৬২ মিনিটে ফেডেরিকো বার্নার্ডেসি ব্যবধান ২-০ করেন। রোনালদো শেষ দিকে পেনাল্টি মিস করেছেন। নইলে ব্যবধান ৩-০ হতে পারত। সিআর সেভেনের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলেই জুভেন্টাস একমাত্র দল যারা টানা নবম লিগ শিরোপা ঘরে তুলল। তাদের পরের অবস্থানে রয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। যারা এ মৌসুমে টানা অষ্টমবারের মতো লিগ শিরোপা ঘরে তুলেছে। ৩৬ ম্যাচে ২৬ জয়, ৫ ড্রয়ে ৮৩ পয়েন্ট জুভেন্টাসের। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে যা ৭ বেশি। এদিকে লিগে ১৯তম হারের স্বাদ পাওয়া সাম্পদোরিয়া ৪১ পয়েন্ট নিয়ে আছে ১৫তম স্থানে।- গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া