adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতছড়িতে আবারও গোলাবারুদ উদ্ধার

ফাইল ছবিনিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসান  এ তথ্য জানিয়েছেন।  তিনি বলেন, আজ সকালেও অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে এলএমজি, এসএমজি, এসএলআরসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। বেলা ১২টায় এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করা হবে বলে জানান তিনি। এর আগে গত ৩ জুন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির গহীন অরণ্য থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। সাতছড়ির ত্রিপুরা পল্লী ও আশপাশের বিভিন্ন টিলায় অভিযান চালিয়ে সে সময় ১টি রকেট লঞ্চারসহ ১৮৪টি উচ্চক্ষমতাসম্পন্ন কামান বিধ্বংসী গোলা উদ্ধার হয়। একই সময় গোলা ছোড়ার কাজে ব্যবহৃত ১৫৪টি চার্জও পাওয়া যায়। এছাড়া মেশিনগানের ১৯ ড্রাম চেইন, ১৯টি ম্যাগজিন, অস্ত্র সচল রাখার জন্য বিপুল পরিমাণ তেল উদ্ধার হয় ওইদিন। পরে ৯ জুন দ্বিতীয় দফার অভিযানেও একই এলাকার পাহাড়ি একটি টিলার গর্ত থেকে একটি মেশিনগানের ব্যারেল ও ৫৬টি কামান বিধ্বংসী গুলি ও ৬৩৩ট এসএমজির গুলি উদ্ধার করা হয়। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া