adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

`বাংলাদেশকে হালকাভাবে না নিলেই ভালো করবে ভারত’

gavaskarস্পাের্টস ডেস্ক : টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর টেস্ট খেলুড়ে সব দেশই সফর করেছে বাংলাদেশ। বাকি শুধু প্রতিবেশী বন্ধু দেশ ভারত! অবশেষে সেই আক্ষেপ অপেক্ষা ঘুচতে যাচ্ছে। কদিন পরই এক ম্যাচের টেস্ট খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ। এতো অপেক্ষা-প্রতীক্ষার সফরে শুধুই একটি টেস্ট কেন, সেই প্রসঙ্গ না-ই বা এল। সফরের দোর গোড়ায় দাড়িয়ে একটা প্রশ্নই উঁকি দিচ্ছে, একমাত্র টেস্টে বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবে তো?

প্রশ্নটাকে আসলে বড় করে তুলেছে সদ্য শেষ করে আসা নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের পারফরম্যান্স। টি-টুয়েন্টি, ওয়ানডে, টেস্ট- নিউজিল্যান্ডে তিনটি সিরিজেই ধবলদোলাইয়ের শিকার টাইগাররা। একটা সফরে শতভাগ হারের ক্ষত নিয়ে আরও বড় প্রতিপক্ষের মুখোমুখি হওয়াটা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। অধিনায়ক মুশফিকুর রহীম, কোচ চন্ডিকা হাথুরুসিংহের ল্যাপটপ গবেষণায় এখন শুধুই যে ভারত প্রসঙ্গ, সেটা সহজেই অনুমেয়। বসে নেই ভারতও।

বাংলাদেশকে নিয়ে কোহলিদের ভাবনাটা কী, সেটা অবশ্য জানা যায়নি। তবে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক। প্রতিপক্ষকে দুর্বল ভেবে ভুল করে বসে, উত্তরসূরীদের তাই আগে থেকেই সাবধান করে দিয়েছেন লিটল মাস্টার। ভারতের প্রভাবশালী এক দৈনিকে নিজের কলামে গাভাস্কার কোহলিদের উদ্দেশ্যে লিখেছেন, ‘বাংলাদেশকে হালকাভাবে না নিলেই ভালো করবে।’

মজার ব্যাপার হলো, যে নিউজিল্যান্ড সফরের পারফরম্যান্স বাংলাদেশের ভয়ের কারণ, গাভাস্কারও ভয় পাচ্ছেন সেই নিউজিল্যান্ড সফরের পারফরম্যান্সের দিকে তাকিয়েই! গাভাস্কারের ভয় মূলত সাকিব আল হাসানকে নিয়ে! নিউজিল্যান্ডে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট-বল, দুভাবেই সাকিব ছিলেন উজ্জ্বল। প্রথম টেস্টে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা সাকিব ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে করেন হাফসেঞ্চুরি। ক্রাইস্টচার্চের সিমিং কন্ডিশনে বল হাতেও ছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। গাভাস্কার মনে করেন, নিউজিল্যান্ডে সাকিবের পারফরম্যান্স অবশ্যই ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রত্যাশা বাড়াবে। প্রতিবেশী দেশ বলে বাংলাদেশ যে ভারতের মাটিতে একই পরিবেশে খেলার সুযোগ পাবে, গাভাস্কার উত্তরসূরীদের স্মরণ করিয়ে দিয়েছেন সেটাও।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া