adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মায়ের জীবন বাঁচাল ৪ বছরের শিশু

BABAডেস্ক রিপাের্ট : উপস্থিত বুদ্ধি ও প্রযুক্তির সহায়তায় মায়ের জীবন বাঁচিয়েছে ৪ বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের ক্রয়ডোন শহরে।

লন্ডন পুলিশ জানিয়েছে, রোমান নামক এই শিশুটির মা হঠাৎ হার্ট কলাপস হয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েছিল। সে সময় রোমান তার ছোটভাই ও যমজ ভাইয়ের সঙ্গে ঘরে ছিল। উদ্বিগ্ন রোমান সাহায্য পেতে স্মার্টফোন ব্যবহার করে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু কিভাবে?

রোমান দ্রুত তার মায়ের আইফোন আনলক করে এবং আইফোনের কৃত্রিম বুদ্ধিমত্ত্বার সফটওয়্যার ‘সিরি’কে নির্দেশ দেয় পুলিশের নম্বরে ফোন করার জন্য। ‘সিরি’ পু্লিশের নম্বরে ফোন করলে রোমান পুলিশকে জানায় তার মা মেঝেতে লুটিয়ে পড়ে আছে এবং কোনো সাড়াশব্দ করছে না।

রোমান ও পুলিশের মধ্যে কথোপকথনের রেকর্ডটি প্রকাশ করেছে পুলিশ।

‘হ্যালো পুলিশ বলছি। জরুরি কি সাহায্যে করতে পারি?’
‘হ্যালো, আমি রোমান।’
‘ঠিক আছে, তোমার মাম্মি কোথায়?’
‘সে বাসায়।’
‘তুমি কোথায় আছো?’
‘আমিও বাসায়।’
‘আমাকে কি একটা সাহায্য করতে পারবেন?’
‘তুমি কি তোমার মাম্মিকে ডেকে দিতে পারবে?’
‘না, সে মারা গেছে।’
‘তুমি বলেছে, তোমার মাম্মি বাসায় আছে। তাহলে মারা গেছে বলার মানে কি?’
‘সে তার চোখ বন্ধ করে রেখেছে, কোনো সাড়া শব্দ করছে না।’
‘তুমি থাকো কোথায়?’

‘…., রোড নং-২২।’
‘তুমি কি তোমার মাম্মির কাছে গিয়ে তাকে ঝাঁকাতে পারবে?’
‘না, সে কোনো ভাবেই জাগছে না।’
‘জোড়ে ঝাঁকি দাও এবং চিৎকার করে মাম্মি বলে ডাকো।’
‘মাম্মি।’
‘না, সে উঠছে না।’

এই কথোপকথনের ১৩ মিনিট পরেই পুলিশ এবং চিকিৎসক রোমানদের বাসায় আসে। এবং তার মা কে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নিয়ে যায়।

শিশুদের সবসময়ই বাসার ঠিকানা, জরুরি নম্বর ও জরুরি অবস্থায় করণীয় বিষয়গুলো শেখানো উচিত।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ সুপার এড এডেলেয়ান বলেন, “এটা একটা বিস্ময়কর কাহিনি। রোমানকে ধন্যবাদ তার দ্রুত চিন্তা এবং ‘সিরি’ ব্যবহার করে পুলিশের সাহায্য চাওয়া জন্য। সে তার মায়ের জীবন রক্ষা করেছে।”
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া