adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের ফুটবলের স্বার্থে আমি নির্বাচন করছি

HELAL-1ক্রীড়া প্রতিবেদক : ৩০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। এবারও সভাপতি পদে নির্বাচন করছেন দেশের কিংবদন্তি ফুটবলার ও বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। সভাপতি পদে সালাউদ্দিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আরেক সাবেক তারকা ফুটবলার ও ধনাঢ্য ব্যবসায়ী গোলাম রব্বানি হেলাল। তাকে সমর্থন করছে ‘ফুটবল বাঁচাও’ কমিটি।

গোলাম রব্বানি হেলাল জানান, ফুটবলের বৃহত্তর স্বার্থেই তিনি সভাপতি পদে নির্বাচন করছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হলে সেটা ফিফার কাছে গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন তিনি।

হেলাল বলেন,‘ আমি নির্বাচন করছি দেশের ফুটবলের স্বার্থে। একতরফাভাবে নির্বাচন হলে সেটা ফিফা বা এএফসির কাছে গ্রহণযোগ্য হবে না। এমনটা হলে ফিফা থেকে অনুদান বন্ধ হয়ে যেতে পারে। এটা হোক আমি চাই না। আমি কতটা ভোট পাব, সেটা নিয়ে ভাবছি না। আমি যদি একটা ভোটও পাই তাহলেও নির্বাচন থেকে সরে দাঁড়াবো না।’

কিছু দিন ধরেই সালাউদ্দিনের বিপক্ষে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে নানা কার্যক্রম চালিয়ে আসছে ‘ফুটবল বাঁচাও’ কমিটি। এটাকে সমর্থন করে গোলাম রব্বানি হেলাল বলেন,‘ ফুটবলে প্রচুর টাকা এসেছে বিগত বছরগুলোতে। আমি নিজেও বেশ কয়েকটি স্পন্সর এনে দিয়েছি।কিন্তু টাকার যথাযথ ব্যবহার হয়নি। অনেক কথাই বলা যায়। আমি সালাউদ্দিনকে শ্রদ্ধা করি। তিনি আমার বড় ভাইয়ের মতো। কিন্তু তারপরেও তাঁর বিপক্ষে আমাকে দাঁড়াতে হচ্ছে। তিনি খুবই বড় খেলোয়াড় ছিলেন, কিন্তু বাফুফে সভাপতি হিসেবে তিনি পুরোপুরি ব্যর্থ।’

সালাউদ্দিনের ব্যক্তি চরিত্র নিয়ে ‘ফুটবল বাঁচাও’ কমিটির কেউ কেউ যে সমালোচনা করছেন সেটাকে অবশ্য সমর্থন করছেন না হেলাল। তিনি বলেন,‘ কোন নোংরামিকেই আমি পছন্দ করি না। কারো ব্যক্তিগত বিষয় না তোলাই ভাল।’

প্রতিবারই ভোটগ্রহণ হয় বাফুফে কার্যালয়ে। এবার এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে হোটেল রেডিসনে। এই সিদ্ধান্তের সমালোচনা করে হেলাল বলেন,‘ আমি যতোদূর জানতে পেরেছি সেখানে সব কাউন্সিলরদের জন্য সিট বুকিং করা হয়েছে। ২-৩ কোটি টাকা হয়ত খরচ হবে তাতে। এটা যেমন ফিফা আইনের বিরোধী, তেমনি টাকারও অপচয়। এই টাকা ফুটবলের উন্নয়নে ব্যয় করা যেত। আসলে তারা ফুটবলের উন্নয়ন চায় বলে আমার মনে হয় না।’

হেলাল জানান, তিনি নির্বাচিত হলে ফুটবল থেকে সব দুর্নীতি অপসারণ করবেন। ফুটবল ছড়িয়ে দিবেন প্রত্যন্ত অঞ্চলে। ফুটবলের সুদিন আনতে নতুন নতুন খেলোয়াড় সুষ্টির বিকল্প নেই বলে মনে করেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া