adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোট গণনার পর এই প্রথম বাইডেনের জয়ের কথা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ভোট গণনার পর এই প্রথম বাইডেনের জয়ের বিষয়টি স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সঙ্গে জুড়ে দিয়েছেন সেই ‘জালিয়াতির’ কথা।

মার্কিন গণমাধ্যমে বাইডেনের একচেটিয়া জয়ের খবর আসার পর ট্রাম্প এতদিন বলেননি বাইডেন জিতেছে। শুরু থেকে বলছিলেন, ‘এই নির্বাচন শেষ হয়নি। আমিই জিতব।’

রবিবার টুইটে হঠাৎ লেখেন, ‘সে জিতেছে, কারণ নির্বাচনটি সাজানো ছিল।’

এর এক ঘণ্টা পর আবার জানান, ৩ নভেম্বরের নির্বাচনে হার মানবেন না।

ট্রাম্প জালিয়াতির কথা বললেও নির্বাচন কর্মকর্তারা আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, এই নির্বাচন আমেরিকার ইতিহাসে সবচেয়ে নিরাপদ ছিল।

নিরাপত্তা বিভাগের সাইবার সিকিউরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি বলছে, ‘আমরা জানি নির্বাচনের পদ্ধতি নিয়ে অনেক ভুল দাবি আসছে। অনেকে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা নিশ্চিত করে আপনাদের বলতে চাই নির্বাচনের সততা রক্ষায় কোনো ব্যত্যয় ঘটেনি।’

২০ জানুয়ারি, ২০২১ যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে ঘোষিত হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা এখনও চলছে। এই রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া