adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইতালির বিশ্বসেরা গোলরক্ষক বুফন ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে জনপ্রিয়তায় পেছনে ফেলেছেন সাকিব ও মুশফিক

এল আর বাদল : বাংলাদেশের দুই শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম জনপ্রিয়তায় পেছনে ফেলেছেন ইতালির বিশ্বসেরা কিংবদন্তী গোলরক্ষক জিওনলুইজি বুফনকে এবং ভারতীয় টেনিসের সেনসেশন সানিয়া মির্জাকে।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন’ গতকাল বিশ্বের জনপ্রিয় ১০০ জন ক্রীড়া ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ক্রিকেটার রয়েছেন মাত্র ১১ জন। তারই মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তুজা। এদের মধ্যে সাকিব ও মুশফিক জনপ্রিয়তায় উল্লেখিত তিন তারকা খেলোয়াড়ের উপরে রয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ক্রীড়াবিদের অনুসরণকারী, সেই ক্রীড়াবিদের বিজ্ঞাপন থেকে আয় এবং তাকে কী পরিমাণ খোঁজে ভক্তরা এর ওপর ভিত্তি করে জনপ্রিয় ক্রীড়াবিদের একটি তালিকা তৈরি করে ক্রীড়া ভিত্তিক ম্যাগাজিন ইএসপিএন। এই তালিকায় শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো। দুইয়ে যুক্তরাষ্ট্রের বেসবল খেলোয়াড় লেব্রন জেমস। এবং তিন ও চারে যথাক্রমে মেসি ও নেইমার। তালিকা সেরা দশে একমাত্র ক্রিকেটার বিরাট কোহলি।

তালিকায় বাংলাদেশ থেকে তিন ক্রিকেটারের মধ্যে সাকিব আল হাসান আছেন ৯০তম, মুশফিকুর রহিম ৯২তম ও মাশরাফি ৯৮তম স্থানে। যেখানে প্যারিস সেইন্ট জার্মেই গোলরক্ষক জিওনলুইজি বুফনের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। গোলরক্ষক হিসেবে একমাত্র উয়েফা বছরের সেরা ক্লাব ফুটবলার পুরস্কার জেতা বুফনের অবস্থান ৯৬তম। আর টেনিস তারকা সানিয়া মির্জার অবস্থান মুশফিকের ঠিক পেছনে ৯৩তম।

সাকিব আল হাসান, যার সার্চ স্কোর ১, বিজ্ঞাপন থেকে আয় ৬.৯৮ মিলিয়ন ডলার, অনুসরণকারী ৮.৮ মিলিয়ন।

মুশফিকুর রহিম, যার সার্চ স্কোর ১, বিজ্ঞাপন থেকে আয় ৭.৫৭ মিলিয়ন ডলার, অনুসরণকারী ৯.১ মিলিয়ন।

মাশরাফী বিন মর্তুজা, যার সার্চ স্কোর ১, বিজ্ঞাপন থেকে আয়
৭.৫৭ মিলিয়ন ডলার, অনুসরণকারী ৮.৫ মিলিয়ন। -ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া