adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাইনালে উঠতে বাংলাদেশের সংগ্রহ ১৯৪

image-13041ক্রীড়া প্রতিবেদক : এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে, জিততে হলে স্বাগতিকদের করতে হবে ১৯৫ রান।

২১ ডিসেম্বর বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টাইগার যুবাদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন রায়ান রাফসান রহমান। এছাড়া আফিফ হোসেন ৩৬ ও সাইফ হাসান ২৬ রান করেন।

শ্রীলঙ্কা যুবাদের পক্ষে প্রবীণ জয়াবিকরামা ৪টি, হারিন উইরাসিংহা ৩টি, জিহান ড্যানিয়েল ১টি ও থিশারু রাশমিকা ১টি করে উইকেট নেন। গতকাল প্রথম সেমিফাইনাল ম্যাচে আফগানিস্তান যুবাদের ৭৭ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে ভারতীয় যুবারা। আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৯৪ (৪৮.৩ ওভার)

(সাইফ হাসান ২৬, মোহাম্মদ সজিব হোসেন ১৮, আফিফ হোসেন ৩৬, হাবিবুর রহমান ১৮, রায়ান রাফসান রহমান ৩৮, মোহাম্মদ রাকিব ২২, কাজী অনিক ০, নাঈম হাসান ১১, মহিদুল ইসলাম অঙ্কন ৬*, শাখাওয়াত হোসেন ০, আব্দুল হালিম ৭)

(প্রবীণ জয়াবিকরামা ৪/২৫, হারিন উইরাসিংহা ৩/২৯, জিহান ড্যানিয়েল ১/৩৮, থিশারু রাশমিকা ১/৪০)

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া