adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার মামলার রায়ের পর কাঁদলেন রিজভী

RIZVIনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলায় রায় ঘোষণার আগের রাতে সংবাদ সম্মেলন করে এক দফা কেঁদেছিলেন রুহুল কবির রিজভী। রায় ঘোষণার পর তার কান্না হলো আরও উচ্চস্বরে।

বৃহস্পতিবার আদালতে রায় ঘোষণার পর বেলা তিনটার দিকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন রিজভী। তার কণ্ঠ কেঁপে কেঁপে উঠতে থাকে। এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন। সেখানে উপস্থিত বিএনপি নেত্রী বেবী নাজনীনও এ সময় উচ্চস্বরে কাঁদতে থাকেন। তবে বেবী নানজীনের কান্না শুরু হয় রায় শোনার পরপরই। এর মধ্যেই তিনি সংবাদ সম্মেলনে আসেন। পুরোটা সময় তিনি কাঁদতে থাকেন।

রিজভী বলেন, ‘অসাধারণ ধী শক্তি এবং জনগণের প্রতি ভালোবাসা এবং অঙ্গীকারে এক অনন্য প্রত্যয়দীপ্ত মানুষ বেগম খালেদা জিয়া। তাকে ভয়ঙ্করভাবে পর্যদুস্ত করার নীলনকশা এই সরকার এবং সরকারের মুরুব্বিরা করে আসছেন।’

‘কারণ বেগম খালেদা জিয়া থাকলে তো সার্বভৌমত্ব থাকবে, বেগম খালেদা জিয়া থাকলে তো গণতন্ত্র থাকবে, বেগম খালেদা জিয়া স্বাধীনতার কথা বলে। বেগম খালেদা জিয়াকে এই সরকারের আন্দোলনের ফসলরাও দেশ থেকে বিচ্যুত করতে পারেনি। মাটি, মানুষ, মৃত্তিকার সাথে অনন্যভাবে জড়িত এক নেত্রীর নাম বেগম খালেদা জিয়া।’

‘এই কারণে তার প্রতি যত প্রতিশোধ, এই কারণে তার প্রতি যত প্রতিহিংসা, তার প্রতি যত ধরনের ক্ষোভ এই ভোটারবিহীন সরকারের।’

কাঁদতে কাঁদতে রিজভী বলেন, ‘সন্তান নেই, নাতি নাতনিরা নেই। এক বিষাক্ত পরিবেশের মধ্যে নানাভাবে নির্যাতনের… এই কথা বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেলেন রিজভী।

‘আজ আমরা দেখলাম। পৃথিবীর কোথাও আমরা এটা দেখিনি। পৃথিবীর কোনো দেশে একজন স্বামীহারা, সন্তান হারা, আরেক সন্তানের মাতৃত্বের শ্রদ্ধা বঞ্চিত হয়ে শুধুমাত্র জনগণ দল এবং মানুষের জন্য তিনি কাজ করেছেন, কথা বলেছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রায় দেয়া হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, ‘এই রায় প্রধানমন্ত্রী প্রতিহিংসা পূরণের রায়। এই রায় সরকারের কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার, গণতন্ত্রকে ধুয়েমুছে, সাফসুতরো করে দিয়ে, কোনো চিহ্ন না রেখে একদলীয় শাসন দীর্ঘায়িত করার জন্য, প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার জন্য এই রায়।’

‘এই রায় বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। এই রায় গণবিরোধী রায়, মানুষের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে রায়। এই রায় দেয়া হয়েছে শুধুমাত্র একজন মানুষকে খুশি করার জন্য। ন্যায়বিচার এখানে প্রতিষ্ঠিত হয়নি। ন্যায়বিচারের ধারায় এই রায় হয়নি। শুধুমাত্র চাকরি রক্ষার্থে এই রায় দেয়া হয়েছে।’

বিএনপি এই রায়ের প্রতিক্রিয়ায় কী করবে-এমন প্রশ্নে রিজভী বলেন, ‘আমি দেশের জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া