adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খেলা দেখাতে এনে আটকে রেখে মুক্তিপণ দাবি

downloadনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসীন হলে বন্ধুকে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখাতে এনে আটকে রেখে মুক্তিপণ দাবি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইমরান নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
 মহসীন হলে অবস্থান করলেও ইমরান ঢাকা কলেজের শিক্ষার্থী। ঘটনায় জড়িত মহসীন হলের আবাসিক শিক্ষার্থী রায়হান, শাহাব ও সুজন পলাতক রয়েছেন।
জানা যায়, ঘটনায় জড়িত সুজন শনিবার রাতে ব্রাজিল নেদারল্যান্ডসের খেলা দেখাতে তার বন্ধু ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী সিয়ামকে মহসীন হলে আনে। খেলা শেষে হলের ৫২৮নং রুমে সিয়ামকে আটকে রেখে তার বাবার কাছে মুঠোফোনে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অভিযুক্তরা।
রবিবার ভোরে সিয়ামের বাবা পুলিশ নিয়ে এসে মহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি মাকছুদ রানা মিঠু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সাথে যোগাযোগ করেন। পরে তাদের সহায়তায় সিয়ামকে উদ্ধার করা হয়।
উদ্ধারকাজে অংশ নেওয়া পুলিশ সদস্য মাহফুজ জানান, ইমরানকে ছাড়া কাউকেই ধরা যায়নি। আমরা সিয়ামকে তার বাবার হাতে তুলে দিয়েছি। একজন যখন ধরা পড়েছে তখন বাকি অভিযুক্তদেরও অচিরেই ধরা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ বলেন, ঘটনার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেই আমার মনে হয়েছে। তবে এ ঘটনায় শুধু একজন নয় আরও অনেকে জড়িত আছে। তাদের এখনও ধরা সম্ভব হয়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া