adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিআইবির প্রতিবেদন সম্পর্কে শিক্ষামন্ত্রী -আগে পত্রিকা দেখুক, পরে দেখব

TIB-report-nahid-reaction-0নিজস্ব প্রতিবেদক : পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সঙ্গে সরকারি লোকজন জড়িত বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র গবেষণা প্রতিবেদনের বিষয়ে এক প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘তারা (টিআইবি) আগে পত্রিকা দেখুক, পরে এ বিষয়ে দেখব।’
সচিবালয়ে বুধবার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন নিয়ে প্রেস ব্রিফিং করছিলেন শিক্ষামন্ত্রী।
এর আগে টিআইবি রাজধানীতে ‘পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস : প্রক্রিয়া, কারণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে জানায়, প্রশ্ন প্রণয়ন ও বিতরণের সঙ্গে যে সকল সরকারি লোকজন জড়িত তাদের একাংশ কোনো না কোনো পর্যায়ে প্রশ্ন ফাঁসের সঙ্গেও জড়িত।
টিআইবির প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘রিপোর্ট দেখে পরে বলব। তার আগে (টিআইবিকে) বলবেন, গতকাল-আজকের মিডিয়া-পত্রিকা দেখতে, এদেরকে ধরা হয় কি না, যে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আগে পড়ুক, তার পর মনিটরিং করতে বলবেন। যারা প্রশ্নফাঁস করে তারা গ্রেফতার হয়ে সাত দিন ধরে মিডিয়ার সামনে। আপনারাইতো রিপোর্ট দিচ্ছেন। রিপোর্ট আগে পড়ুক তারপর…।’
এর পর শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘গত এসএসসি-এইচএসসিতে প্রশ্ন ফাঁস হয়নি। কিছু লোক প্রশ্ন কোন রকম বানিয়ে টাকা পয়সা আয় করেছে, আমরা ২০/২৫ জনকে ধরেছি, মিডিয়াকে বলিনি, প্রকাশ করিনি।’
সচিব আরও বলেন, ‘এবার কারিগরিতে প্রশ্ন ফাঁসের একটা বিষয় আছে। জানার সাথে সাথে মামলা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আইটি দিয়ে খুঁজে বের করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে।’
স্থায়ীভাবে প্রশ্ন ফাঁস বন্ধ করতে প্রশ্ন ছাপার পদ্ধতি পরিবর্তন করে এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম করার কাজ চলছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের ধরার সঙ্গে সঙ্গে আমরা বর্তমান ও ভবিষ্যত ব্যবস্থা গ্রহণ করেছি।’
প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত কিছুদিনে শিক্ষকসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া