adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোলকাতায় অবৈতনিক মাদ্রাসা শিক্ষকদের আমরণ অনশন শুরু

MADRASAআন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের কোলকাতায় আন এডেড বা সরকার স্বীকৃত অবৈতনিক মাদ্রাসা শিক্ষকরা বিভিন্ন দাবি-দাওয়ার ভিত্তিতে আমরণ অনশন শুরু করেছেন।
বুধবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সামনে এই অনশন শুরু হয়েছে। 'আন এডেড মাদ্রাসা বাঁচাও কমিটি'র প্রেসিডেন্ট মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘৯ দফা দাবির ভিত্তিতে এই আমরণ অনশনের ডাক দেয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় দু'হাজার শিক্ষক আজ এই অনশনে শামিল হয়েছেন। প্রায় ষাট হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ এর সঙ্গে জড়িয়ে রয়েছে।’

মাদ্রাসা শিক্ষক সংগঠনের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে, সমস্ত আন এডেড মাদ্রাসায় মিড ডে মিল চালু করা, পরিকাঠামো উন্নয়নে এমএসডিপি এবং সর্বশিক্ষা মিশন থেকে মাদ্রাসা পিছু পঞ্চাশ লক্ষ টাকা করে বরাদ্দ করা, পরিদর্শন হওয়া মাদ্রাসাগুলোকে অনুমোদন দেয়ার পাশাপাশি তাদের আর্থিক অনুদান দেয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়োগপত্র ও বেতন চালু করা, ছাত্র-ছাত্রীদের পোশাক এবং তাদের বৃত্তি দেয়া ইত্যাদি।
'আন এডেড মাদ্রাসা বাঁচাও কমিটি'র প্রেসিডেন্ট মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর ঘোষণা করেছিলেন মুসলিম সম্প্রদায়কে সমাজের মূলস্রোতে আনার জন্য দশ হাজার মাদ্রাসাকে আন এডেড হিসেবে স্বীকৃতি দেবেন। যদিও মাত্র ২৩৭ টি মাদ্রাসাকে স্বীকৃতি দেয়া হয়েছে। অনেক মাদ্রাসা পরিদর্শনের পর সেসবের তথ্য ফাইল বন্দি করে রাখা হয়েছে। তাদের অনুমোদন দেয়া হচ্ছে না।’
কামরুজ্জামান বলেন, ‘যেসব মাদ্রাসাকে অনুমোদন দেয়া হয়েছে, তাদের মিড ডে মিল, বিল্ডিং গ্রান্ট, অতিরিক্ত শ্রেণি কক্ষ নির্মাণ, এমপি এবং এমএলএ কোটার উন্নয়ন প্রকল্পে টাকা বরাদ্দ করা হচ্ছে না।’

তিনি বলেন, ‘২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি সংখ্যালঘু দফতর থেকে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হলেও জেলা প্রশাসন তাতে কোনো গুরুত্ব না দেয়ায় শিক্ষক এবং ছাত্রছাত্রীরা সব  রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে বারবার বিভিন্ন দফতরে আবেদন নিবেদন করে কোনো ফল না হওয়ায় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়ে আমরণ অনশনের পথ বেছে নিতে হয়েছে।’
প্রসঙ্গত,গতকালই কোলকাতার ধর্মতলায় দলীয় মহাসমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় সংখ্যালঘুদের উন্নয়নের নানা দাবি করার পরদিনই আজ আন এডেড মাদ্রাসা শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি বেশ তাতপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া